বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে (India) ভোটার কার্ডের পাশাপাশি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো নথিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে বিবেচিত হয়। এর পাশাপাশি, এই তালিকায় রয়েছে পাসপোর্টও (Passport)। বিভিন্ন সরকারি পরিষেবা সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই নথিগুলি অত্যন্ত কাজে আসে।
ভারতে (India) পাসপোর্ট তৈরির নিয়ম:
তবে, এগুলির প্রত্যেকটিরই নিজস্ব কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এমতাবস্থায়, আপনি যদি পাসপোর্ট তৈরি করার কথা ভাবেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত বিদেশে সফরের ক্ষেত্রে পাসপোর্ট কাজে আসে। এদিকে, পাসপোর্ট হওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রক্রিয়াও রয়েছে।
আমাদের দেশে (India) বিদেশ মন্ত্রকের তরফে পাসপোর্ট বিদেশ মন্ত্রক জারি করা হয়। যার জন্য ৩৬টি পাসপোর্ট অফিস রয়েছে। সেখানে গিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। পাসপোর্টের আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ নথিও জমা দিতে হয়। এমতাবস্থায়, পাসপোর্ট সংক্রান্ত নিয়ম পরিবর্তন করেছে সরকার। যেটি সকলেরই জেনে রাখা প্রয়োজন।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে হতে চলেছে বিরাট বদল, সামনে এল আপডেট
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এখন পাসপোর্ট তৈরির জন্য বার্থ সার্টিফিকেটের (Birth Certificate) প্রয়োজন হবে। তবে এই নিয়ম সকলের জন্য প্রযোজ্য হবে না। মূলত, পাসপোর্ট আইনে পরিবর্তন করে, কেন্দ্রীয় সরকার ২০২৩ সালের ১ অক্টোবর বা তারপরে জন্মগ্রহণকারীদের জন্য বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে। এমতাবস্থায়, বার্থ সার্টিফিকেট না থাকলে ওই সময়ের পরে জন্মগ্রহণকারীদের জন্য পাসপোর্টের আবেদন করা যাবে না।
এদিকে, বর্তমান নিয়ম অনুযায়ী যাঁরা ১ অক্টোবর, ২০২৩-এর আগে জন্মগ্রহণ করেছেন তাঁদের বার্থ সার্টিফিকেটের তাঁরা ড্রাইভিং লাইসেন্স বা জন্ম তারিখের প্রমাণ হিসেবে স্কুল লিভিং সার্টিফিকেটের মতো বিকল্প ডকুমেন্ট প্রদানের মাধ্যমে পাসপোর্ট পেতে পারেন।