বাংলাহান্ট ডেস্কঃ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝেই ভারতের নাগরিকত্ব পাওয়া নিয়ে নতুন নির্দেশিকা দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট জানিয়েছে, যদি সেই ব্যক্তি এদেশে সাত বছরের বেশি সময় থেকে থাকেন এবং এক ভারতীয়কে বিয়ে করে থাকেন, এই দুয়ের যদি প্রমাণ থাকে তাহলে পাসপোর্ট জরুরি নয়
১৯৭৩ সালে নয় বছর বয়সে শরণার্থী হয়ে বাবার সঙ্গে পাখতুন বিসমিল্লা খান এসেছিলেন । বর্তমানে তিনি থাকেন যাদবপুরে। এক ভারতীয়র সাথে বিবাহ সূূত্রে আবদ্ধ হয়েছেন। এছাড়াও তাঁর রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং ইলেকট্রিক বিল। যার থেকে সহজে প্রমাণ হয়ে যায় বিসমিল্লা প্রায় অর্ধশতক ধরে ভারতে রয়েছেন।
এই পরিস্থিতিতে বিসমিল্লা খানের পাসপোর্ট পেশ করা বাধ্যতামূলক নয় বলেই মনে করছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, আবেদনকারী যদি কর্তৃপক্ষকে তাঁর পাসপোর্ট না থাকার কারণ সম্পর্কে পরিতৃপ্ত করতে পারে তাহলে ছাড় পাওয়া যায়।
এই ব্যাপারে ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইনের কথা জানিয়েছেন, এই আইনের ৫(১)(সি) ধারায় বলা হয়েছে, যদি কোনও ব্যক্তি ভারতীয়কে বিয়ে করেন এবং ভারতে ৭ বছরের বেশি সময় থাকেন তাহলেই তিনি ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারবেন।