বাংলা হান্ট ডেস্ক : সকাল থেকে রাত্রি আপনি চলতে হাঁটতে খেতে থাকতে সবেতে প্রয়োজন ও বেজায় ঝামেলা পাসওয়ার্ডের।সে আপনার মোবাইল থেকে শুরু করে ইমেল।
কিন্তু জানেন কি, ইন্টারেনেটের মাত্র ১৫ শতাংশ আমরা ব্যবহার করতে পারি, বাকি ৭৫ শতাংশ ডার্ক ওয়েবে আমাদের কোনও যাতায়াত নেই। এই বিষয়ের উপরই তৈরি ছবি ‘পাসওয়ার্ড’।এদিন মুক্তি পেল ছবির দ্বিতীয় টিজার, আর সেই সঙ্গে জানা গেল হাজরা পার্কের পুজোর থিম এবারে সেজে উঠবে ‘পাসওয়ার্ড’-এর আদলে। অর্থাত্ ছবির বিষয়টাই ফুটে উঠবে তাদের দুর্গাআরাধনার অন্দরসজ্জায়।
প্রসঙ্গত কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় ডার্ক ওয়েব নিয়ে তৈরি হয়েছে এই সাই-ফাই থ্রিলার। অভিনয়ে দেব, পরমব্রত, পাওলি, রুক্মিণী এবং অদৃত।ছবিতে দেব সাইবার ক্রাইম বিভাগের প্রধান এবং রুক্মিণী মৈত্র এথিক্যাল হ্যাকারের চরিত্রে।ডিপ ওয়েবের স্ট্র্যাটিজিস্ট অদৃত, তবে পরমব্রত চট্টোপাধ্যায়ের চরিত্রের নান শেড দেখতে পাওয়া যাবে এই ছবিতে।এখন এই ছবি এবং ছবির আদলে তৈরী পূজামণ্ডপ উভয়ই দেখার অধীর অপেক্ষায় মানুষ।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার