প্যাট কামিন্সের হ্যাটট্রিকেই লুকিয়ে রয়েছে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার সংকেত! ঘটল বিরাট কাকতলীয় ঘটনা

   

বাংলা হান্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার (Austraila) তারকা খেলোয়াড় প্যাট কামিন্স (Pat Cummins) গত শুক্রবার T20 বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) বাংলাদেশের (Bangladesh) বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। পরপর তিন বলে তিনি মাহমুদউল্লাহ, মেহেদি হাসান ও তৌহিদ হৃদয়কে আউট করেন। এই হ্যাটট্রিকের মাধ্যমে T20 বিশ্বকাপে সপ্তম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন কামিন্স। এর পাশাপাশি তিনি দ্বিতীয় অস্ট্রেলিয়ান বোলার হিসেবে T20 বিশ্বকাপে এই নজির গড়েছেন। এদিকে, প্যাট কামিন্সের এই হ্যাটট্রিকের পরেই সোশ্যাল মিডিয়ায় এমন একটি বিষয় নিয়ে জল্পনা শুরু হয়েছে যা ভারতীয় ভক্তদের খুশি করে তুলবে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

ঘটেছে কাকতালীয় ঘটনা: প্রথমেই জানিয়ে রাখি যে, কামিন্সের আগে T20 বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি। ২০০৭ সালের T20 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে তিনি এটি করেছিলেন। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ২০০৭ সালের T20 বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশের সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা এবং অলোক কাপালিকে পরপর তিন বলে প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন ব্রেট লি। পাশাপাশি, ওই ম্যাচটি জিতেছিল অস্ট্রেলিয়া। তবে, সেবারে T20 বিশ্বকাপ জিতেছিল ভারত।

Pat Cummins' hattrick is the sign that India will win the World Cup.

এদিকে, এখন তার ঠিক ১৭ বছর পর, কামিন্স ফের ইতিহাসের পুনরাবৃত্তি করেছেন। T20 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। পাশাপাশি, ওই ম্যাচেও অস্ট্রেলিয়া জিতেছে। এমন পরিস্থিতিতে এখন শুধু টিম ইন্ডিয়ার জয় বাকি। এমতাবস্থায়, ভারতীয় দল ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবে কি না সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন: আসবে কাঁড়ি কাঁড়ি টাকা! Treasure NFT গড়ে দেবে আপনার জীবন, এইভাবে করুন উপার্জন

১১ বছরের খরার অবসান কি ঘটাতে পারবে টিম ইন্ডিয়া: প্রসঙ্গত উল্লেখ্য যে, টিম ইন্ডিয়া যদি এবারের বিশ্বকাপ জিততে সফল হয়, সেক্ষেত্রে ১৭ বছর পর তারা T20 বিশ্বকাপের ট্রফি ঘরে তুলবে। এর পাশাপাশি দীর্ঘ ১১ বছরের ICC ট্রফির খরাও শেষ হবে। ভারতীয় দল শেষবার ICC ট্রফি জিতেছিল ২০১৩ সালে। এরপর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে।

আরও পড়ুন: প্রতিরক্ষা খাতে এবার শুধুই আদানির দাপট! “শিকার” করবেন একের পর এক কোম্পানি, রেডি ২.৫ বিলিয়ন ডলার

তবে, এবারের T20 বিশ্বকাপে ভারতকে জিততে যথেষ্ট লড়াই করতে হবে। ভারতীয় দলকে এখন সুপার-৮-এ মুখোমুখি হতে হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার। এরপর রয়েছে সেমিফাইনাল ও ফাইনাল। বিশ্বকাপের গ্রুপ পর্বে এখনও পর্যন্ত আয়ারল্যান্ড, পাকিস্তান ও আমেরিকাকে হারিয়েছে টিম ইন্ডিয়া। এদিকে, কানাডার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। পাশাপাশি, সুপার এইটের খেলায় টিম ইন্ডিয়া আফগানিস্তানকে হারিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর