এই ভারতীয় ব্যাটসম্যানের উইকেট আসন্ন টেস্ট সিরিজে পাখির চোখ করেছেন প্যাট কমিন্স, দেখুন কোন ব্যাটসম্যান

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ঘিরে শুধু সমর্থকদের মধ্যেই উন্মাদনার নেই। আসন্ন টেস্ট সিরিজ ঘিরে উন্মাদনা রয়েছে দুই দেশের ক্রিকেটারদের মধ্যেও। ইতিমধ্যেই দুই দেশের ক্রিকেটাররা নিজেদের লক্ষ্য স্থির করে ফেলেছেন। আসন্ন টেস্ট সিরিজে ইতিমধ্যেই নিজের লক্ষ্য পুরোপুরিভাবে স্থির করে ফেলেছেন অস্ট্রেলিয়ার তারকা পেস বোলার প্যাট কামিন্স। প্যাট কমিন্স জানিয়ে দিয়েছেন তিনি পাখির চোখ করেছেন বিরাট কোহলির উইকেট।

প্যাট কামিন্স জানিয়েছেন, “ছোটবেলা থেকে ক্রিকেটের বেশকিছু লড়াই আমরা দেখে আসছি। যে গুলি দেখার জন্য ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করতেন। যেমন মনে আছে গ্লেন ম্যাকগ্রার সঙ্গে ব্রায়ান লারার লড়াই। এই দু’জন যখনই মুখোমুখি হতেন তখনই মনে হতো এবার হয়তো কিছু একটা ঘটতে চলেছে। তখন আমরা এই মুহূর্তগুলো দারুণ উপভোগ করেছি।”

এরপরই আসন্ন টেস্ট সিরিজ নিয়ে কামিন্স বলেন, “কোহলি ভারতের ক্যাপ্টেন তাই ওর উইকেট নেওয়াটাই এই মুহূর্তে আমার কাছে লক্ষ্য। কোহলির উইকেটই এই সিরিজে সবথেকে গুরুত্বপূর্ণ এবং ওর উইকেট নেওয়াটাই ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে তাই আমার লক্ষ্য কোহলির উইকেট নেওয়া। এছাড়াও প্যাট কামিন্স জানিয়েছেন কোহলি যখনই মাঠে নামেন তখনই নিজেকে চাগিয়ে তোলা যায়।” সেই সাথে প্যাট কামিন্স পূজারের কথাও উল্লেখ করেছেন। কামিন্স জানিয়েছেন পূজারা এমন একজন ব্যাটসম্যান যিনি এই সিরিজের ভাগ্য নির্ধারণ করে দিতে পারেন। তাই পূজারকেও তাড়াতাড়ি ফেরাতে হবে।

X