বাজার শেষ রামদেবের! ব্যানড আই ড্রপ-সহ পতঞ্জলির ১৪ টি প্রোডাক্ট! দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : রামদেবের পতঞ্জলি (Patanjali) সংস্থা প্রথমে সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে পড়েছিল। এবার উত্তরাখণ্ডেও ধাক্কা খেল পতঞ্জলি। পতঞ্জলির দিব্য ফার্মেসি কোম্পানির ১৪টি পণ্য নিষিদ্ধ (Banned) করল উত্তরাখণ্ড ড্রাগ কন্ট্রোল বিভাগের লাইসেন্সিং কর্তৃপক্ষ। বিভ্রান্তিমূলক বিজ্ঞাপনের মামলায় এই পণ্যগুলি নিষিদ্ধ করা হয়েছে।

শ্বাসারি গোল্ড, শ্বাসারী ভাটি, দিব্য ব্রঙ্কম, শ্বাসারি প্রবাহী, শ্বাসারি আভালেহ, মুক্ত ভাটি এক্সট্রা পাওয়ার, লিপিডম, বিপি গ্রিট, মধুগ্রিত, মধুনাশিনী ভাটি এক্সট্রা পাওয়ার, লিভামৃত অ্যাডভান্স, লিভোগ্রিট গোল্ড, এবং পতঞ্জলি দৃষ্টি আই ড্রপ রয়েছে এই তালিকায়। সেই সংক্রান্ত মামলায় এই সংস্থার ১৪টি পণ্য নিষিদ্ধ করা হয়েছে।

আরোও পড়ুন : ফিক্সড ডিপোজিটের থেকে বেশি সুদ, পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট খুললে লাভ হবে কয়েক গুণ

উত্তরাখণ্ড ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি অনুযায়ী, বারবার বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন প্রচার করেছে দিব্য ফার্মেসি। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ আরভি অশোকন সোমবার বলেন, সব ধরনের সীমা অতিক্রম করেছেন বাবা রামদেব। তাই আমরা আদালতে নিয়ে যেতে বাধ্য হয়েছি পতঞ্জলিকে।

আরোও পড়ুন : বড়সড় ঘোষণা রেলের! বেশ কিছুদিন চলবে না উত্তরবঙ্গগামী অনেক ট্রেন, ভোগান্তি এড়াতে লিস্ট দেখুন

Covid 19 মহামারী নিরাময়ের তিনি দাবি করেছিলেন করোনিলের মাধ্যমে এবং অবমাননা করেছিলেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে তিনি ‘আধুনিক ওষুধ একটি বোকা বিজ্ঞান’ বলে অপমান করেন। পতঞ্জলির একাধিক প্রোডাক্ট নিয়ে অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে।

1

এই সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় মূলত ‘মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্টে’র জন্যই। এই মর্মে শুনানি ছিল সুপ্রিম কোর্টে। আদালতের পক্ষ থেকে গত মাসে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয় রামদেব, ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণ এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডকে। নির্দেশ মতো সংস্থার পক্ষ থেকে জনসমক্ষে ক্ষমাও চাওয়া হয়।

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর