বিদ্যুৎ খরচ ১ টাকা প্রতি ইউনিট! একদম সস্তায় সোলার প্যানেল আনল পতঞ্জলি, দেখুন কত পড়বে দাম

বাংলাহান্ট ডেস্ক : বিদ্যুৎ বিল নিয়ে চিন্তার দিন শেষ। এবার আপনারা ১ টাকায় পেতে পারেন এক ইউনিট বিদ্যুৎ। পতঞ্জলি (Patanjali) সংস্থার পক্ষ থেকে সম্প্রতি এমনই সোলার প্যানেল নিয়ে আসা হয়েছে। পতঞ্জলি সংস্থা একাধিক পণ্য এর আগে নিয়ে এসেছে। খাবার, তেল, শ্যাম্পু সহ একাধিক পণ্য বেশ পরিচিত বাজারে।

এবার সাধারণের কথা ভেবে সস্তার সোলার প্যানেল আনল এই সংস্থা। বর্তমান সময়ে অতিরিক্ত বিদ্যুতের বিল সবার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতি মাসে বেশি টাকার বিদ্যুৎ বিল দিতে দিতে নাভিশ্বাস ওঠার অবস্থা সকলের। এই পরিস্থিতিতে পতঞ্জলি সংস্থা চালু করছে সোলার প্যানেল সিস্টেম। পতঞ্জলি ১ কিলোওয়াট সৌর সিস্টেমের জন্য প্রথমে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে।

আরোও পড়ুন : আচমকাই ব্রেক কষায় মাথায় চোট! আহত মুখ্যমন্ত্রী, বর্ধমান থেকে তড়িঘড়ি ফিরছেন কলকাতায়

দুই ধরনের ইনভার্টার ব্যবহার করা যেতে পারে বাড়ির জন্য। তবে সোলার সিস্টেম ইনস্টল করার সময় অবশ্যই খেয়াল রাখবেন সোলার সিস্টেম, ব্যাটারি এবং ইনভার্টার ছাড়াও আরো কিছু জিনিসের প্রয়োজন হবে। পতঞ্জলি সোলার সিস্টেম ইনস্টল করতে, সেটাকে ইনভার্টারের সাথে কানেক্ট করতে, এসি, ডিসি, আর্থিং তার কেনার জন্য আপনাকে আলাদাভাবে খরচ করতে হবে।

আরোও পড়ুন : হঠাৎ রাম মন্দিরের গর্ভগৃহে হাজির হনুমান, ‘স্বয়ং বজরংবলি এসেছেন’, দেখে বললেন ভক্তরা

প্রায় ৫৭ হাজার থেকে ৮৭ হাজার টাকা আপনার খরচ হতে পারে পতঞ্জলির ১ কিলোওয়াট সৌর প্যানেল ইনস্টল করতে। ১ কিলোওয়াট সৌর প্যানেল ইনস্টল করলে ৭০০ ওয়াট পর্যন্ত লোড চালানো যাবে। এছাড়া অনেক ধরনের সোলার প্যানেল ব্যাটারি প্রস্তুত করে পতঞ্জলি সংস্থা।

SOLAR PANEL

আপনার বাজেট কম হলে ছোট পতঞ্জলি ব্যাটারি অর্থাৎ ১০০ এপায়ার ব্যাটারি কিনতে পারেন আপনি। ১০০০০ টাকায় এই ব্যাটারি বাজার উপলব্ধ। ১৫০ এপিয়ারের ব্যাটারি কিনতে হলে আপনাকে ১৫ হাজার টাকা খরচ করতে হবে। এছাড়াও বেশি ব্যাকআপের জন্য অধিক মাত্রার এপিয়ার উপলব্ধ রয়েছে পতঞ্জলির।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর