IPL-এর টাইটেল স্পনসর হতে চলেছে ‘পতঞ্জলি’

বাংলাহান্ট ডেস্কঃ প্রবল চাপের মুখে এবারের আইপিএলে টাইটেল স্পনসর থেকে সরে দাঁড়িয়েছে চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। আর তারপরই বিসিসিআই নতুন টাইটেল স্পনসরের খোঁজ শুরু করে দিয়েছিল। এবার আইপিএলের টাইটেল স্পনসরের দৌড়ে হঠাৎই ঢুকে পড়ল বাবা রামদেবের পতঞ্জলি।

রামদেবের পতঞ্জলি সংস্থার চেয়ারম্যান এসকে তিজারাওয়ালা এক সাক্ষাৎকারে ‘ইকনমিক টাইমস’ কে বলেছেন, গোটা বিশ্ব জুড়ে পতঞ্জলি ব্র্যান্ডকে ছড়িয়ে দেওয়ায় আমাদের মূল লক্ষ্য, আর সেই কারণে এবারের আইপিএলে টাইটেল স্পনসর হতে চাই আমরা। যদি আইপিএলের সাথে একবার নিজেদের নাম জুড়ে দিতে পারেন তাহলে গোটা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়বে পতঞ্জলির সংস্থা নাম। আর সেই লক্ষ্যে এবারের আইপিএলে টাইটেল স্পনসর হতে চায় পতঞ্জলি।

1673123691172e9b287903599bde738af2116b8239b0082d653b82520bebc8a339eaac709

দেশের বাণিজ্যিক মহল মনে করছে এই মুহূর্তে পুরো দেশজুড়ে চরম চীনা পণ্য বয়কটের হিড়িক চলছে আর এমন পরিস্থিতিতে যদি পতঞ্জলির মত কোন দেশীয় কোম্পানি আইপিএলের টাইটেল স্পনসর হতে পারে তাহলে ভারতবর্ষের প্রতিটি আনাচে- কানাচে এই দেশীয় কোম্পানির নাম ছড়িয়ে পড়বে এতে অনেক বেশি লাভবান হবে পতঞ্জলি। আর সেই কারণেই এবারের আইপিএলে টাইটেল স্পনসর হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে পতঞ্জলি।

Udayan Biswas

সম্পর্কিত খবর