বাংলাহান্ট ডেস্ক: বিতর্ক থেকে এখনি অব্যাহতি নেই ‘পাঠান’ (Pathan) এর। শাহরুখ খান (Shahrukh Khan), দীপিকা পাডুকোন অভিনীত ছবিটির প্রথম গান ‘বেশরম রং’ (Besharam Rang) সবেমাত্র প্রকাশ্যে এসেছে। দীপিকা শাহরুখের ভরপুর ‘বেশরমি’ আরো জোরালো করেছে বয়কটের ডাক। এর মাঝেই কিং খানের ছবির বিরুদ্ধে উঠল চুরির অভিযোগ। প্রথম গানের সুরই নাকি একটি বিদেশি গান থেকে বেমালুম ঝেঁপে দেওয়া হয়েছে।
নেটিজেনদের অভিযোগ, বেশরম রং গানের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আসলে ফরাসি সঙ্খীতশিল্পী জৈন এর ‘মাকেবা’ গানটি থেকে নকল করা। দুটি ভিডিও পরপর জুড়ে অনেকে টুইটও করেছেন। দুটি গানের ব্যাকগ্রাউন্ড মিউজিকেই অদ্ভূত মিল যা নেটনাগরিকদের অভিযোগকেই এক রকম মান্যতা দিচ্ছে।
উল্লেখ্য, ‘মাকেবা’ মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। পরবর্তীকালে একটি নামী পোশাক প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনেও ব্যবহার হয়েছিল গানের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি। ফলত বেশরম রং গানটি প্রথমে শুনেই অনেকে ভ্রু কুঁচকেছিলেন। যদিও গানটির সঙ্গীত পরিচালক বিশাল এবং শেখর এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
শুধু এই একটি বিতর্ক নয়। গানটির বিরুদ্ধে অশ্লীলতা এবং হিন্দু ধর্মকে অপমানের অভিযোগও আনা হয়েছে। গানের একটি দৃশ্য নিয়ে ঘোরতর আপত্তি জানিয়েছেন নেটনাগরিকদের একটা বড় অংশ। সেখানে গেরুয়া রঙের বিকিনিতে দেখা গিয়েছে দীপিকাকে।
পেছন থেকে ‘পাঠান’ রূপী শাহরুখ তাঁকে জড়িয়ে ধরে রয়েছেন। বয়কটকারীদের দাবি, এই ছবি থেকেই স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে। হিন্দুদের এখন থেকেই সাবধান হওয়া দরকার। এটাই পাঠান বয়কট করার সবথেকে বড় কারণ হওয়া উচিত বলে দাবি নেটনাগরিকদের। এমনকি পোশাক এবং অশ্লীল দৃশ্যগুলি বাদ না দিলে মধ্যপ্রদেশে ছবিটি ব্যান করে দেওয়া হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।