বাংলাহান্ট ডেস্ক: শেষ হয়েও শেষ হচ্ছে না ‘পাঠান’ (Pathan) বিতর্ক। শাহরুখ খান এবং দীপিকা পাডুকোনের আসন্ন ছবির প্রথম গান ‘বেশরম রঙ’ (Besharam Rang) নিয়ে চর্চা এখনো অব্যাহত। একাধিক অভিযোগ উঠেছে ছবি ও গানের বিরুদ্ধে। বিশেষ করে দীপিকা পাডুকোনের (Deepika Padukone) গেরুয়া বিকিনি নিয়ে তীব্র আপত্তি উঠেছিল। পাঠান বয়কটের দাবিও উঠেছিল একাধিক রাজ্যে। এবার চাপে পড়ে আসরে নামল সেন্সর বোর্ডও।
জানা যাচ্ছে, সার্টিফিকেট পেতে সম্প্রতি CBFC এক্সামিনেশন কমিটিতে গিয়েছিল পাঠান টিম। নিয়ম মেনে ছবিটি খুঁটিয়ে দেখা হয়েছে। তারপরেই সেন্সর বোর্ডের তরফে বেশ কিছু জায়গায় বদল আনার কথা বলা হয়েছে বলে খবর। বদল আনতে হবে ছবির গানেও। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, বেশরম রঙ গানে দীপিকার গেরুয়া বিকিনির রঙও কি বদলাবে?
পাশাপাশি ছবি মুক্তির আগে নতুন ভার্সন এর প্রদর্শনীও সেন্সর বোর্ডের জন্য করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে কোনো ছবির পোশাক বদলানোর নির্দেশ দেওয়া হয়নি সেন্সর বোর্ডের তরফে। পাঠান ছবিতে সেই বদল হবে কিনা তা জানা যাবে ছবি মুক্তির পরেই।
প্রসঙ্গত, পাঠান ছবির ছবির প্রথম গান ছিল ‘বেশরম রঙ’। গানটি মুক্তির পর বেশ কিছুদিন কেটে গিয়েছে। মুক্তির পরেই ভাইরাল হয়ে গিয়েছিল বেশরম রঙ। আর তাতে অন্যতম ভূমিকা ছিল বিতর্কের। এই গানের মাধ্যমে ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগ উঠেছিল। বিশ্ব হিন্দু পরিষদ তীব্র আপত্তি প্রকাশ করেছিল পাঠানের মুক্তির বিষয়ে।
শুধু হিন্দু নয়, মুসলিম এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরাও বিক্ষোভ প্রদর্শন করে চলেছিলেন বিভিন্ন জায়গায়। অযোধ্যার বিতর্কিত শির জগৎগুরু পরমহংস আচার্য মহারাজ হুমকি দিয়েছিলেন, শাহরুখকে সামনে পেলে জীবন্ত পোড়াবেন। শুধু তাই নয়, শাহরুখের পারলৌকিক কাজও করেছেন ওই মহন্ত।