শুধু শাহরুখের কামব্যাক নয়, দীপিকার জীবনেও সর্বকালীন রেকর্ড গড়ল ‘পাঠান’

বাংলাহান্ট ডেস্ক: শাহরুখ খান (Shahrukh Khan) শুধুই একজন অভিনেতা নন। তিনি মানুষের আবেগের মূর্তরূপ। কিং খান সম্পর্কে এমনি মন্তব্য করেছিলেন জন আব্রাহাম। দর্শকরাও এক কথায় সায় দিয়েছে তাতে। পাঠান নিঃসন্দেহে বলিউডের হৃত গৌরব ফিরিয়ে এনেছে। একাধিক রেকর্ড তো গড়েছে, পাশাপাশি অভিনেত্রী দীপিকা পাডুকোনের (Deepika Padukone) কেরিয়ারেও বড় মাইলফলক হয়ে উঠেছে।

বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা। সবথেকে সফল নায়িকাদের মধ্যে একজনও বটে। কেরিয়ারে হিট ছবির সংখ্যাই বেশি। এহেন দীপিকার এতদিনের বলিউড কেরিয়ারে সবথেকে বেশি ব্যবসা করা ছবির খেতাব ছিনিয়ে নিয়েছে পাঠান। অভিনেত্রীর সফলতম ১০ টি ছবির তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছে পাঠান।

deepika padukone besharam rang

দীপিকার কেরিয়ারে সবথেকে বেশি ব্যবসা করা দশটি ছবির মধ্যে সবথেকে উপরে রয়েছে পাঠান। এর আগে মুক্তিপ্রাপ্ত ছপাক এবং গহরাইয়া দুটোই ফ্লপ হয়েছিল তাঁর। দীপিকার টলমল করতে থাকা সিংহাসন বাঁচিয়ে দিল পাঠান। ভারতীয় বক্স অফিসে নয় দিনে এখনো পর্যন্ত ৩৪৮ কোটি টাকা কামিয়েছে পাঠান।

এতদিন ধরে প্রথম স্থানে থাকা পদ্মাবত গিয়ে পৌঁছেছে দু নম্বরে। মোট ৩০০ কোটি টাকার একটু বেশি কামিয়েছিল পদ্মাবত। তিন নম্বরে রয়েছে চেন্নাই এক্সপ্রেস। মোট ২২৭ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। চার নম্বরেও শাহরুখ খানেরই একটি ছবি রয়েছে ‘হ্যাপি নিউ ইয়ার’। ২০৩ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। পঞ্চম স্থানে জায়গা পেয়েছে ১৮৮ কোটি টাকা কামানো ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি।

প্রসঙ্গত, ভারতীয় বক্স অফিস হোক বা ওয়ার্ল্ড ওয়াইড, কোথাওই রোখা যাচ্ছে না পাঠানকে। দেশে মাত্র আট দিনে ৩৬৪ কোটি তুলেছে এই ছবি। আর আন্তর্জাতিক স্তরে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৭০০ কোটি। নয় দিনেই এই পরিমাণ টাকা তুলে ফেলেছে পাঠান। ট্রেড অ্যানালিস্টদের মতে, যে গতিতে ছবিটি এগোচ্ছে তাতে ১০০০ কোটি ছুঁয়ে ফেলতেও বেশি সময় লাগবে না।


Niranjana Nag

সম্পর্কিত খবর