বাংলাহান্ট ডেস্ক: চার বছর এক রকম অজ্ঞাতবাসে থাকার পর এবার একের পর এক চমক দিয়ে চলেছেন শাহরুখ খান (Shahrukh Khan)। বা বলা ভাল, একের পর এক বিতর্কে জড়াচ্ছেন। ‘পাঠান’ (Pathan) এর ট্রেলার মুক্তি পাওয়ার আগেই দু দুটি গান প্রকাশ্যে এসেছে। তার মধ্যে প্রথম গান ‘বেশরম রঙ’ নিয়ে কী কাণ্ড হয়েছে সে ব্যাপারে সকলেই অবহিত। এবার সেই কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার জন্য আরেকটি গান এনে আরেক কাণ্ড বাঁধাল নির্মাতারা।
বেশরম রঙ বিতর্ক যত মধ্য গগনে, তখনি ছবির দ্বিতীয় গান মুক্তির কথা ঘোষনা করেছিলেন এসআরকে। প্রথম লুক ভাইরাল হয়েছিল মুহূর্তে। প্রতিশ্রুতি মতো ২২ তারিখ মুক্তি পায় ছবির দ্বিতীয় গান ‘ঝুমে যো পাঠান’। গানটি নিয়ে এখনো পর্যন্ত কোনো বিতর্ক না হলেও ঠাট্টা, মশকরা শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়।
বেশিরভাগ লোকজনেরই প্রশ্ন একটাই, এত বড় চুল কেন পাঠানের? ছবিতে শাহরুখের এই বিশেষ লুক অনেকেরই মনে ধরেনি। বিশেষত নেটনাগরিকদের একাংশের মতে, বড় চুলে কিং খানকে মোটেই মানায় না। পুরনো শাহরুখকে মিস করছেন অনেকেই। আর সোশ্যাল মিডিয়ায় সেই হতাশা প্রকাশ করেছেন তারা।
কেউ কেউ আবার একই ধরণের পার্টি সং আর নাচের স্টেপস দেখে বিরক্ত। কয়েকজন লিখেছেন, বেশরম রঙ বিতর্ক ঢাকতে নতুন গান নিয়ে এসেছেন পাঠান নির্মাতারা। কিন্তু এতে বিতর্ক কতটা ধামাচাপা দেওয়া যাবে তা জানা না গেলেও নতুন গানটা এতটাই খারাপ যে বেশরম রঙ-ই শুনতে ভাল লাগছে।
প্রসঙ্গত, ছবির প্রথম গান ‘বেশরম রঙ’ মুক্তির পর বেশ কিছুদিন কেটে গিয়েছে। কিন্তু বিতর্ক থামার বদলে আরো বেড়েই চলেছে। বিশ্ব হিন্দু পরিষদ তীব্র আপত্তি প্রকাশ করেছে পাঠানের মুক্তির বিষয়ে। শুধু হিন্দু নয়, মুসলিম এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরাও বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন বিভিন্ন জায়গায়। অযোধ্যার বিতর্কিত শির জগৎগুরু পরমহংস আচার্য মহারাজ হুমকি দিয়েছেন, শাহরুখকে সামনে পেলে জীবন্ত পোড়াবেন। এই বিতর্কের রেশ নিয়েই মুক্তি পেয়েছে পাঠানের দ্বিতীয় গান ‘ঝুমে যো পাঠান’।