বাংলাহান্ট ডেস্ক: আগামী ২৫ জানুয়ারি দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান হবে শাহরুখ খান (Shahrukh Khan) ভক্তদের। প্রজাতন্ত্র দিবসের আগের দিন দেশাত্মবোধ আরেকটু উসকে দিয়ে বড়পর্দায় কামব্যাক করবেন শাহরুখ খান। আপাতত বাদশাকে স্বাগত জানানোর জন্য তৈরি হচ্ছে বলিউড। তোড়জোড় কম হচ্ছে না। বিতর্ক পাশ কাটিয়ে বুর্জ খলিফায় প্রদর্শিত হয়েছে ‘পাঠান’ (Pathan) এর ট্রেলার। ভারতের বাইরে একাধিক দেশে আগাম টিকিট বুকিংয়ের হিসাবও বেশ ভাল। কিন্তু ছবি মুক্তির মাত্র কয়েক দিন আগেই কিছু বদলের নির্দেশিকা এসে পৌঁছাল দিল্লি হাইকোর্টের তরফে।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পাঠান এর ট্রেলার। এর মধ্যেই ছবি সংক্রান্ত নয়া নির্দেশিকা এল দিল্লি হাইকোর্টের তরফে। নির্দেশিকায় একগুচ্ছ নতুন বদল আনতে বলা হয়েছে ছবিতে। না, ‘বেশরম রঙ’ গান বা ছবির নাম সংক্রান্ত কোনো পরিবর্তনের কথা বলা হয়নি আদালতের তরফে।
নির্দেশিকায় বলা হয়েছে, ছবিতে সাবটাইটেল জুড়তে হবে। এছাড়াও দৃষ্টিশক্তিহীনদের জন্য হিন্দিতে অডিও রাখতে বলা হয়েছে নির্মাতাদের। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যেই এই সমস্ত বদল করে সেন্সর বোর্ডে পেশ করতে ছবি পাঠানের পরিবর্তিত সংষ্করণ। আগামী ১০ মার্চের মধ্যে সেন্সর বোর্ডকেও একটি সিদ্ধান্তে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি হাইকোর্টের তরফে।
তবে যারা আগামী ২৫ জানুয়ারি পাঠান দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাদের চিন্তার কোনো কারণ নেই। এই সমস্ত বদল ছবির থিয়েটার রিলিজের জন্য নয়, বরং ওটিটি রিলিজের জন্য। শোনা যাচ্ছে, আগামী এপ্রিল মাসেই অ্যামাজন প্রাইম ভিডিওতে চলে আসবে পাঠান। তার আগেই ছবিতে যাবতীয় বদল আনার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।
প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে যুক্ত হতে চলেছে পাঠান। ছবিতে শাহরুখের বিপরীতে আরো এক এজেন্টের ভূমিকায় থাকছেন দীপিকা পাডুকোন। অন্যদিকে একটি প্রাইভেট সন্ত্রাসবাদী সংগঠনের প্রধান হিসাবে দেখা যাবে জন আব্রাহামকে। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে পাঠান।