‘পাঠান’ মুক্তি পাবে না এই বিজেপি শাসিত রাজ্যে, ছবির পোস্টার ছিঁড়ে হুঙ্কার বজরং দলের!

বাংলাহান্ট ডেস্ক: অপেক্ষা আর মাত্র ১১ দিনের। বছর খানেক আগে থেকেই প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিনটা ‘পাঠান’ (Pathan) এর জন্য বুক করে রেখেছিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। দীর্ঘ প্রতীক্ষা অবশেষে শেষ হওয়ার পথে। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে শাহরুখের কামব্যাক ছবি পাঠান। কিন্তু বিতর্ক এখনো কমার নাম নেই ছবিকে ঘিরে।

পাঠান এর টিজার প্রকাশ্যে আসার পরেই মুক্তি পেয়েছিল ‘বেশরম রঙ’। ওই গান নিয়েই যত বিতর্কের সূত্রপাত। অশ্লীলতার অভিযোগ তুলে বেশরম রঙ তথা পাঠানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল বিভিন্ন রাজ্যে। বিক্ষোভে নাম লিখিয়েছিল একাধিক ধর্মীয় সংগঠন। বেশ কিছু রাজ্যে ছবির মুক্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এবার গুজরাটে পাঠান মুক্তির বিপক্ষে সরব হল বজরং দল।

pathan trailer

সংবাদ মাধ্যম সূত্রে খবর, গুজরাটে পাঠানের মুক্তির বিপক্ষে সুর চড়াচ্ছে বজরং দল। ছবির পোস্টার, অভিনেতা অভিনেত্রীদের ছবি পোড়ানো হচ্ছে। সংগঠনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সেন্সর বোর্ডের তরফে যাই বলা হোক না কেন, পাঠান মুক্তি দেওয়া হবে না গুজরাটে।

কিছুদিন আগেই আহমেদাবাদের বস্ত্রপুরে একটি শপিং মলে হামলা করে বজরং দল। সেখানে তখন চলছিল পাঠান ছবির প্রচার। হাতে গেরুয়া পতাকা, কাঁধে গদা নিয়ে সেখানে চড়াও হয় বজরং দলের সদস‍্যরা। শাহরুখ, দীপিকা, জনের কাট আউটের উপরে চলে বেদম লাথি। পোস্টার ছিঁড়ে, দুমড়ে মুচড়ে কার্যত তাণ্ডব চালানো হয় শপিং মল জুড়ে।

শপিং মল কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হয়, যদি ওখানে পাঠান ছবি চালানো হয় তবে আরো বড়সড় বিক্ষোভ প্রদর্শন করা হবে। এছাড়াও ইন্দোরের আইনক্স থিয়েটারে বিক্ষোভ প্রদর্শন করা হয় হিন্দু জাগরণ মঞ্চের সদস‍্যদের তরফে। পাঠান যাতে ওখানে প্রদর্শিত না হয় তার জন‍্য ম‍্যানেজমেন্টকে বার্তা দেওয়া হয়। অন‍্যথায় আরো বড় বিক্ষোভ হবে। তবে বিভিন্ন জায়গায় বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য করেননি শাহরুখ। তিনি নিজের স্টাইলে প্রচারে ব্যস্ত।

Niranjana Nag

সম্পর্কিত খবর