কয়লা কাণ্ডে বড় অ্যাকশন! অভিষেকের স্ত্রী রুজিরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল পাতিয়ালা কোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ কয়লা পাচার কাণ্ডে বিগত কয়েকমাস ধরে তুমুল তৎপর হয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলো। আর এই তৎপরতার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল পাতিয়ালা হাউজ কোর্ট।

জামিন যোগ্য ধারায় রুজিরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দিল্লির আদালত। রুজিরা চাইলেই নিজের জন্য জামিনের আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, এর আগে রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ED। কিন্তু রুজিরা সেখানে হাজিরা দেননি। আর এরপরেই রুজিরার বিরুদ্ধে পাতিয়ালা হাউজ কোর্টে মামলা করে ইডি। সেই মামলার ভিত্তিতেই রুজিরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। তবে তা জামিন যোগ্য।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর