পুরুলিয়ায় অসুস্থ রোগী সমেত ৬৩ জনকে সারারাত রাখা হল খোলা আকাশের নীচে, খাবার জন্য জলও দেওয়া হল না তাদের!

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি তামিলনাড়ুর ভেলোর থেকে অনেক রোগী নিজেদের পরিজনের সাথে পুরুলিয়ায় পৌঁছান। আর সেখানে পৌঁছে তাদের সারারাত খোলা আকাশের নীচেই কাটাতে হয়। ভেলোর থেকে ফেরা প্রায় ৬৩ জন তাদের পরিজন এবং বাচ্চাদের সাথে খোলা আকাশের নীচে রাত কাটাতে বাধ্য হন।

রাত দুটো নাগাদ দুটি বাসে করে ৬৩ জনকে পশ্চিম মেদিনীপুর জেলার হিজলি স্টেশন থেকে পুরুলিয়ায় আনা হয়েছিল। তাদের মধ্যে অনেকেই কিডনির সমস্যায় ভোগা রোগী ছিলেন। তাঁরা অভিযোগ করে বলেন, প্রশাসনের তরফ থেকে তাদের কোন সাহায্য করা হয়নি আর এই কারণে সারারাত তাঁরা খোলা আকাশের নীচেই কাটায়।

এমনকি তাদের খাবারের জলের পর্যন্ত ব্যবস্থা করে দেওয়া হয়নি। ভেলোর ফেরত রোগী এবং তাদের পরিবারের মানুষেরা অভিযোগ করে বলেন, তাদের কোনরকম মেডিকেল চেকআপও করানো হয়নি। সাংবাদিকদের দেখে ওনারা ক্ষোভে ফেটে পড়েন।

ওনারা অভিযোগ করে জানান, কেন্দ্র আর রাজ্য সরকার সমস্ত রকম ব্যবস্থা করে দেওয়ার কথা বলেছে, তাহলে আমাদের এরকম ভাবে রাত কাটাতে হচ্ছে কেন?


Koushik Dutta

সম্পর্কিত খবর