হাসপাতালে মৃতদেহর মধ্যেই করোনা রোগীর চিকিৎসা! ভিডিও ভাইরাল হওয়ার পর শাসক দলকে নিশানা বিজেপির

বাংলা হান্ট ডেস্কঃ গোটা দেশে করোনা ভাইরাস হাহাকার সৃষ্টি করেছে। মহারাষ্ট্রে (Maharashtra) এখনো পর্যন্ত করোনার কারণে সবথেকে বেশি মামলা সামনে এসেছে। মুম্বাইয়ে (Mumbai) এই মারক ভাইরাসেরর ভয়াবহ পরিস্থিতির মধ্যে একটি চাঞ্চল্যকর ভিডিও (Viral Video) সামনে এসেছে। এই ভিডিও মুম্বাইয়ের সায়ন হাসপাতালের (Sion Hospital) বলে জানা যাচ্ছে। সেখানে ওয়ার্ডে করোনার রোগীদের মধ্যে মৃতদেহ পরেছিল। এই ভিডিও দেখা যাচ্ছে যে, হাসপাতালের বেডে রোগী শুয়ে আছে আর তাদের মধ্যেই একটি কালো প্ল্যাস্টিকের মধ্যে একটি মৃতদেহ পড়ে আছে।

ভাইরাল এই ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে যে, কালো প্ল্যাস্টিকে করে মৃতদেহ ঢাকা আছে আর তাঁর উপরে কম্বলও দেওয়া আছে। এই দেহ গুলোকে সেখানেই রাখা আছে, যেখানে করোনার রোগীদের চিকিৎসা হচ্ছে। শোনা যাচ্ছে যে, মর্গে জায়গা না থাকার কারণে ওই মৃতদেহ সেখানেই রাখা হয়েছে।

আপনাদের জানিয়ে দিই, আজ পর্যন্ত গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রে সবথেকে বেশি করোনার রোগী পাওয়া গেছে, আর মহারাষ্ট্রের মুম্বাই থেকে সবথেকে বেশি আক্রান্ত সামনে এসেছে। মহারাষ্ট্রে এখনো পর্যন্ত ১৭ হাজার মামলা সামনে এসেছে আর ৬৫১ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র মুম্বাইতেই আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার করেছে।

ওই ভিডিও ভাইরাল হওয়ার পর রাজ্যের বিরোধী দল বিরোধী বিজেপি উদ্ভব সরকারের উপর আক্রমণ করে। বিজেপি নেতা নীতিশ রানে ট্যুইট করে লেখেন, ‘সায়ন হাসপাতালে রোগীদের মধ্যে মৃতদেহ পড়ে আছে। কেমন প্রশাসন এটা? এই ঘটনা খুব লজ্জাজনক।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর