ভারতমালা প্রোজেক্টের কাজ শুরু হবে বাংলাতেও, এক্সপ্রেসওয়ে তৈরির ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের আদলে এবার এক্সপ্রেসওয়ে তৈরি করা হবে বিহারেও (bihar)। পাটনা (patna) ও কলকাতার (kolkata) মধ্যে তৈরি হবে বিহারের প্রথম এক্সপ্রেসওয়ে (first expressway)। বৃহস্পতিবার পাটনায় এমনটাই জানালেন সড়ক নির্মাণমন্ত্রী নীতিন নবীন। তাঁর কথায়, ভারত মালা প্রকল্প ফেজ-২-এ বিহারের যে রাস্তাগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার মধ্যে রয়েছে একটি এক্সপ্রেসওয়েও।

সড়ক নির্মাণমন্ত্রী নীতিন নবীন জানান, পাটনা ও কলকাতার মধ্যে এই এক্সপ্রেসে তৈরি করা হবে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের আদলে। যুক্ত হবে কলকাতা এবং পাটনা।

यूपी की तर्ज पर पटना कोलकाता के बीच भी बनेगा एक्सप्रेस वे

তিনি আরও জানান, ভারতমালা ফেজ-ওয়ানের অধীনে চলছে পাটনায় তৈরি হওয়া রিং রোডের কাজ। এই কাজ শেষ হয়ে গেলে এই রাস্তা দেখতে পাটনা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের মতো হবে। বিহারে নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকারের ১৫ বছরের কার্যকালে সড়ক তৈরির বিষয়ে সড়ক নির্মাণমন্ত্রী বলেন, প্রতিটি গ্রাম থেকে ৪০ কিমি দূরে চার লেনের রাস্তা তৈরির কাজ চলছে।

জানিয়ে রাখি, এই ভারত মালা প্রকল্প ফেজ-২-এর অধীনে পাটনা-কলকাতা এক্সপ্রেসওয়ের রাস্তাগুলি বিহার শরীফের পরে সম্পূর্ণরূপে নতুন হয়ে যাবে। বখতিয়ারপুর-রাজাউলি থেকে পাটনা-বখতিয়ারপুর চার লেন হয়ে যাবে এই রাস্তা। ধলকুনি থেকে শেখপুরা, সিকান্দ্রা, চাকাই, মধুপুর, দুর্গাপুর এবং পানাগড় হয়ে যাবে এই রাস্তা।

ad

Smita Hari

সম্পর্কিত খবর