স্নাতক চা ব্রিকেতা প্রিয়াঙ্কার পাশে শরবতের দোকান খুললেন যুবক, জানুন কারণ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আপনি কিছুদিন আগেই একটি মনছুঁয়ে যাওয়া খবর নিশ্চয়ই শুনে থাকবেন। বিহারের রাজধানী পাটনার স্নাতকের চা বিক্রেতার হয়ে ওঠার গল্পের কথা বলা হচ্ছে এখানে। আপনি নিশ্চয়ই তার নামে বেশ কিছুদিন ধরে নানান আলোচনার মধ্যে দিয়ে শুনেছেন। সম্প্রতি তিনি আবার শিরোনামে এসেছেন।

বিগত কিছু দিন এই স্নাতক চা বিক্রেতা মহিলা ফের নজর কেড়েছেন। আগেই তিনি সারা দেশের মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। আজকাল এই স্নাতক চা বিক্রেতার দোকানে চা খাওয়ার জন্য লোকের ভিড় দেখার মতো। তাকে দেখে অনুপ্রাণিত হয়ে এখন এক যুবক একটি সরবতের দোকান শুরু করেছেন, এবং তিনিও একজন ছাত্র।

বিহারের ভাগলপুরের বাসিন্দা আয়ুশ, স্নাতক চা ব্রিকেতার গল্প থেকে অনুপ্রেরণা নিয়ে এখন তার চায়ের দোকানের পাশে ফলের রস বিক্রি শুরু করেছেন। প্রসঙ্গত আয়ুশ নামের এই ছাত্রর দোকানেও এখন থেকেই ভালোই ভিড় হয়ে থাকে। প্রশ্ন করা হলে নিজের মুখে আয়ুশ স্বীকার করেছেন যে চা বিক্রেতা দিদির কাছ থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছেন।

আয়ুশ বলেছেন, “আমি যদি এই জুসের স্টলটি অন্য কোথাও স্থাপন করি তবে সম্ভবত কেউ আমাকে চিনবে না, তবে প্রিয়াঙ্কা দিদির পাশে এই জুস স্টার্টআপটি শুরু করায় আমার সুবিধা হয়েছে। তিনিও একটু সাহায্য করেছেন। আমিও প্রচার পেয়েছি, কারণ প্রিয়াঙ্কার কাছে দূর দূরান্ত থেকে মানুষ চা পান করতে আসে এবং তারা একসাথে আমার কাজের প্রশংসা করে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর