ফের ধাক্কা গেরুয়া শিবিরে! আজই এক বিধায়ক বিজেপি ছেড়ে নাম লেখাতে পারেন তৃণমূলে

বাংলাহান্ট ডেস্ক : আগেই তৃণমূলে ফিরছেন বাবা অর্জুন সিং, এবার পালা ছেলে পবনের। খবর, আজই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক তথা অর্জুন পুত্র পবন সিং। এদিন শ্যামনগরে একটি কর্মীসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই সদলবলে তৃণমূলে যোগ দেবেন পবন।

এই বিষয়ে পবন সিং নিজে সরাসরি মুখ না খুললেও বিষয়টি নিয়ে একপ্রকার নিশ্চিত। ইতিমধ্যেই এই ইস্যুতে গতকাল একটি দলীয় বৈঠকও করেছে বিজেপি নেতৃত্ব। পবন সিং দল ছাড়ার পর কী বিবৃতি দেওয়া হবে দলের তরফে এবং কী বক্তব্য রাখা হবে ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলা হয়েছে তাও।

আজ ব্যারাকপুর লোকসভা অঞ্চলের অধীনে শ্যামনগরে অন্নপূর্ণা জুটমিলের মাঠে একটি জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জনসভায় হাজির থাকবেন খোদ অর্জুন সিংও। আর সেখানেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন অর্জুন সিংয়ের বিধায়ক পুত্র।

২০১৯ সালে লোকসভা ভোটের মুখেই ফুল বদল করেন অর্জুন। বিজেপিতে যোগ দেওয়ার পর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের টিকিট দেওয়া হয় তাঁকে। সেই বছরই তাঁর ফেলে আসা ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী করে পবন সিংকে। প্রথমবারেই জয় পান তিনি। ২০১৯ থেকে ২০২১ সাল অবধি বিধায়ক থাকার পর আবারও ২০২১ সালে ওই কেন্দ্র থেকেই লড়েই অর্জুন পুত্র। ব্যারাকপুরের ৬টি আসনেই বিজেপি পরাজিত হলেও ভাটপাড়ায় পদ্মের খুঁটি শক্ত করেই ধরে রাখেন তিনি।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হলেও দলের অন্দরে মোটেই সক্রিয় নন পবন সিং। কখনওই শাসকদলের বিরুদ্ধে কথা বলতেও সেই অর্থে শোনা যায় না তাঁকে। গত ২২ মে বাবার সঙ্গে তৃণমূলে যোগ দেননি তিনি। কিন্তু সূত্রের খবর যে আজ অর্জুন সিং অনুগামীদের তৃণমূলে যোগদান করানোর জন্যই ব্যারাকপুরে ওই জনসভাটি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই দলে যোগ দেবেন পবন সিংও। মাত্র কয়েকদিনের ব্যবধানে একজন সাংসদ এবং একজন বিধায়ককে হারিয়ে যে টালমাটাল পরিস্থিতিতে রাজ্যের গেরুয়া শিবির তা বলাই বাহুল্য।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর