বাংলাহান্ট ডেস্ক : জল্পনা ছিল যে পুত্র পবন সিং সহ তৃণমূলে ফিরবেন অর্জুন সিং। কিন্তু বাস্তবের ছবিটা সেটা হয়নি। গতকাল ক্যামাক স্ট্রীটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে এসে অর্জুন সিং তৃণমূলে যোগ দিলেও দেখা মেলেনি অর্জুন পুত্রের৷ তবে কি তৃণমূলে আসছেন না পবন সিং, তা নিয়ে গুঞ্জন ছিলই। কিন্তু এবার জানা গেল তাঁর তৃণমূলে যোগ দানের দিনক্ষণ।
সূত্রের খবর, আগামী ৩০ মে ব্যারাকপুর লোকসভা অঞ্চলের অধীনে শ্যামনগরে অন্নপূর্ণা জুটমিলের মাঠে একটি জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জনসভায় হাজির থাকবেন খোদ অর্জুন সিংও। আর সেখানেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন অর্জুন সিংয়ের বিধায়ক পুত্র।
২০১৯ সালে লোকসভা ভোটের মুখেই ফুল বদল করেন অর্জুন। বিজেপিতে যোগ দেওয়ার পর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের টিকিট দেওয়া হয় তাঁকে। সেই বছরই তাঁর ফেলে আসা ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী করে পবন সিংকে। প্রথমবারেই জয় পান তিনি। ২০১৯ থেকে ২০২১ সাল অবধি বিধায়ক থাকার পর আবারও ২০২১ সালে ওই কেন্দ্র থেকেই লড়েই অর্জুন পুত্র। ব্যারাকপুরের ৬টি আসনেই বিজেপি পরাজিত হলেও ভাটপাড়ায় পদ্মের খুঁটি শক্ত করেই ধরে রাখেন তিনি।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হলেও দলের অন্দরে মোটেই সক্রিয় নন পবন সিং। কখনওই শাসকদলের বিরুদ্ধে কথা বলতেও সেই অর্থে শোনা যায় না তাঁকে। রবিবার বাবার সঙ্গে তৃণমূলে যোগ দেননি তিনি। কিন্তু সূত্রের খবর যে আগামী ৩০ মে অর্জুন সিং অনুগামীদের তৃণমূলে যোগদান করানোর জন্যই ব্যারাকপুরে ওই জনসভাটি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই দলে যোগ দেবেন পবন সিংও।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট