গোটা মুখ ফোলা, হাসতেও কষ্ট হচ্ছে, হাসপাতাল থেকে ভাইরাল পবনদীপের ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে একটু স্বস্তি পেলেন গায়ক পবনদীপ রাজনের (Pawandeep Rajan) ভক্তরা। সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। গাড়ির মধ্যে থাকা পবনদীপ, গাড়ির চালক এবং আরেক বন্ধুকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর নয়ডার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় পবনদীপকে (Pawandeep Rajan)। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন অনেকেই। তবে সম্প্রতি গায়কের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকে।

দুর্ঘটনায় গুরুতর আহত হন পবনদীপ (Pawandeep Rajan)

হাসপাতাল সূত্রে খবর মেলে, দুর্ঘটনার জেরে হাত, পা এবং মাথায় চোট পেয়েছিলেন পবনদীপ (Pawandeep Rajan)। তাঁর জ্ঞান ছিল না, যা ছিল যথেষ্ট দুশ্চিন্তার বিষয়। বেশ কয়েকটি অস্ত্রোপচার করতে হয়েছিল চিকিৎসকদের। পরিস্থিতির অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয় পবনদীপকে (Pawandeep Rajan)। দীর্ঘ ছয় ঘন্টা আইসিইউতে ছিলেন তিনি। তবে তাঁর সংজ্ঞাহীন থাকাটাই সবথেকে বড় চিন্তার কারণ ছিল চিকিৎসকদের।

Pawandeep Rajan photo from hospital going viral

ভাইরাল হয়েছে ছবি: অবশেষে স্বস্তি পেয়েছেন পবনদীপের (Pawandeep Rajan) অনুরাগীরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। পবনদীপের এক ফ্যানপেজের তরফে শেয়ার করা হয়েছে ছবিটি। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে গায়ক। তাঁর সারা মুখ ফোলা। তবে কষ্ট করে হলেও মুখে হালকা হাসি ফুটিয়েছেন তিনি। গায়কের জ্ঞান ফেরায়, তাঁর মুখে হাসি দেখেই একটু দুশ্চিন্তামুক্ত হয়েছেন ভক্তরা।

আরো পড়ুন : দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ি, গুরুতর চোট পেয়ে ICU-তে পবনদীপ! চর্চিত প্রেমিকা অরুণিতা লিখলেন…

কীভাবে ঘটে দুর্ঘটনা: প্রসঙ্গত, গত সোমবার সকালে উত্তরপ্রদেশের আমরোহা জেলার দিল্লি জাতীয় সড়কে দুর্ঘটনার মুখে পড়ে পবনদীপের (Pawandeep Rajan) গাড়ি। তখন গাড়ির মধ্যে ছিলেন তাঁর ড্রাইভার এবং বন্ধু। জাতীয় সড়কে হঠাৎ করেই একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মারে পবনদীপের (Pawandeep Rajan) গাড়িটি। দুমড়ে মুচড়ে যায় গাড়ির একটা বড় অংশ।

আরো পড়ুন : ‘এটাই হয়তো আমার শেষ…’, ভক্তদের মন ভেঙে ৫৯-এসেই বড় বার্তা শাহরুখের!

জানা গিয়েছে, গাড়ির চালক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা ঘটে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে পবনদীপের গাড়িটি। সঙ্গে সঙ্গে দুমড়ে মুচড়ে যায় গাড়ি। ভেতরে থাকা পবনদীপ সহ অন্য দুজনকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে নয়ডায় নিয়ে যাওয়া হয় তাঁদের। দুর্ঘটনার মূল কারণ জানা গেলেও তদন্ত চলবে বলে জানিয়েছে পুলিশ।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X