‘হামলোগ মরা পুড়ানে যা রহে হেয়” শবদেহ নিয়েও পাওরি! ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ‘ইয়ে হাম হেয়, ইয়ে হামারি কার হেয়, অউর ইয়ে হামারি পাওরি হো রহি হেয়।” সোশ্যাল মিডিয়ায় দুরন্ত গতিতে ভাইরাল হয়েছিল এক পাকিস্তানি টিকটকারের ভিডিও। ওই ভিডিও নিয়ে ভারতে ছড়িয়ে পড়ে একের পর এক মিম। ভারতের অজস্র অভিনেতা, অভিনেত্রী এমনকি খেলোয়াড়দেরও নিজের মোবাইলে ভিডিও শুট করে পাওরি করতে দেখা যায়।

পাকিস্তানের থেকেও ভারতে বেশি ট্রেন্ড হয় ‘পাওরি”। হাজার হাজার দুঃখের মাঝে মানুষ কিছুটা স্বস্তি খুঁজতে এই ট্রেন্ডে গা ভাসায়। এমনকি রাজনৈতিক দলের নেতা-নেত্রীদেরও এই ট্রেন্ডে গা ভাসাতে দেখা গিয়েছে। উল্লখ্য, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে বাংলায় একটি জনসভায় এই পাওরি স্টাইলে ভাষণ দিতে দেখা গিয়েছিল।

কিন্তু এবার এই পাওরি ট্রেন্ড নিয়ে এমন এক ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা বিনোদন বলে মেনে নিতে পারছেন না অনেকেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে অনেকেই পাওরি কর্তাকে কটূক্তি করছেন। প্রসঙ্গত, এক যুবককে একটি শবদেহ নিয়ে পাওরি করতে দেখা যাচ্ছে ওই ভিডিওতে। তবে ভিডিওটি কবেকার আর কোথাকার, সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি।

ভিডিওতে শবদেহ কাঁধে নিয়ে যাওয়া এক যুবককে বলতে শোনা যাচ্ছে যে, ‘ইয়ে হাম হেয়, ইয়ে হামারি মরা হেয়, হামলোগ মরা পুড়ানে যা রহে হেয়।” যুবককে এই কথা বলার সময় হাসতেও দেখা গিয়েছে, এমনকি তাঁর আশেপাশের মানুষের হাসির আওয়াজ পাওয়া গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন করছে যে, একজনের মৃত্যু নিয়ে মানুষ কীভাবে এমন হাসি ঠাট্টা করতে পারে? দেখে নিন সেই ভাইরাল ভিডিও …

সম্পর্কিত খবর

X