জম্যাটো বিতর্কে মন্তব্য অভিনেত্রীর

সম্প্রতি ফুড ডেলিভারি অ্যাপ ‘ জম্যাটো’ নিয়ে বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়ায়। অর্ডার দিয়ে এক ব্যক্তি জানতে পেরেছিলেন যে খাবার নিয়ে আসছেন সে মুসলিম ব্যক্তি তাই তিনি সংস্থা জানায় যে তিনি খাবারটা নেবেন না , এই ঘটনা ঘটে দিন কয়েক আগে।

এই সংবাদ ভাইরাল হয়েছেন বলিউডের মধ্যেও মধ্যেও বলিউডের মধ্যেও মধ্যেও। বলিউডে একজন অভিনেত্রী পায়েল রোহাতগী এই বিতর্কে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ধর্মনিরপেক্ষ হিন্দুরা না ঘরকা না ঘাটকা।

Screenshot 2019 08 05 12 38 27 098 com.google.android.googlequicksearchbox

যে গ্রাহক তাকে সংস্থার পক্ষ থেকে জানিয়েছে, খাবারের কোনো আলাদা ধর্ম হয় না। তিনি এই অন্যায় আবদার এর সঙ্গে আপোস করা কোন মতেই সম্ভব নয়। এমনকি যদি গ্রাহককে ছাড়তে হয় তাতেই পিছিয়ে আসবেন না এই সংস্থা।

সম্পর্কিত খবর