সোসাইটির চেয়ারপার্সনকে কটুক্তি ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ, গ্রেফতার পায়েল রোহাতগি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আবারো বিতর্কে জড়িয়ে সংবাদ শিরোনামে ‘বিগ বস’ খ‍্যাত পায়েল রোহাতগি (payal rohatgi)। সোসাইটির চেয়ারপার্সনকে গালিগালাজ ও খুনের হুমকি দেওয়ার জন‍্য গ্রেফতার করা হয়েছে তাঁকে। সোশ‍্যাল মিডিয়ায় এর আগেও নিজের সোসাইটির চেয়ারপার্সের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে একটি পোস্ট করেছিলেন পায়েল। অবশ‍্য পরে সেই পোস্ট মুছে দেন তিনি। শুধু তাই নয়, পায়েলের বিরুদ্ধে নিজের সোসাইটির বাসিন্দাদের সঙ্গে দুর্ব‍্যবহার ও চেয়ারপার্সনকে খুনের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। গুজরাটের আহমেদাবাদের স‍্যাটেলাইট পুলিস গ্রেফতার করেছে পায়েলকে।

জানা যাচ্ছে, গত ২০ জুন সদস‍্য না হওয়া সত্ত্বেও সোসাইটির মিটিংয়ে অংশ নেন পায়েল। তাঁকে কথা বলতে বারন করা হলেও তিনি সদস‍্যদের কটুক্তি করতে শুরু করেন। এমনকি সোসাইটিতে যে শিশুরা খেলছিল তাদের ধরে মারারও অভিযোগ রয়েছে পায়েলের বিরুদ্ধে। শুধু তাই নয়, সোসাইটির হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই সোসাইটিরই চেয়ারপার্সনকে কুরুচিকর কথা বলেন ও অপমান করেন পায়েল।


এরপরেই পরাগ শাহ নামে এক চিকিৎসক তাঁর নামে পুলিসে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিস গ্রেফতার করে পায়েলকে। জানিয়ে রাখি, পায়েলের কাছে এই জেল সফর নতুন নয়। এর আগে ২০১৯ এও প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সম্পর্কে বিষ্ফোরক মন্তব‍্যের জন‍্য রাজস্থানের বুন্দির পুলিস গ্রেফতার করেছিল তাঁকে।

https://www.instagram.com/tv/CQhg5Qal_pr/?utm_medium=copy_link

এদিনই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন তিনি যেখানে তাঁকে শিব পুজো করতে দেখা যায়। পায়েল পোস্টের ক‍্যাপশনে লেখেন, ‘আমি জানি আমি কিছু মানুষের দ্বারা ব‍্যবহৃত হচ্ছে যারা নিজেরা নোংরা কাজগুলো করতে চায় না। কিন্তু আমি ফাঁদে পড়ে যাচ্ছি জেনেও স্রোতের সঙ্গেই আমি বয়ে চলেছি, কারণ ঈশ্বর আমার জন‍্য এমন কিছু পরিকল্পনা করে রেখেছেন যা এই মানুষগুলো ছুঁতে পর্যন্ত পারবে না।’

সম্পর্কিত খবর

X