স্বামীকে চাকর বানিয়ে রাখতে চান পায়েল! প্রেমিকাকে হেনস্থা হতে দেখে বিয়ের ঘোষনা সংগ্রামের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শুরু হতে না হতেই লাইমলাইট কেড়ে নিয়েছে কঙ্গনা রানাওয়াতের প্রথম রিয়েলিটি শো ‘লক আপ’ (Lock Upp)। ১৩ জন প্রতিযোগীকে জেলের মধ‍্যে ঢুকিয়ে একের পর এক টাস্ক করাচ্ছেন তিনি। ফলস্বরূপ একে অন‍্যের সঙ্গে বিবাদে জড়াচ্ছেন তারকা প্রতিযোগীরা আর বিতর্কও মাথা চাড়া দিয়ে উঠছে। তবে এই বিবাদের জেরে আখেরে লাভই হল পায়েল রোহাতগির (Payal Rohatgi)। চলতি বছরেই বিয়ে করতে চলেছেন তিনি।

ব‍্যাপারটা খোলসা করেই বলা যাক। সম্প্রতি শোয়ের মধ‍্যে প্রতিদ্বন্দ্বী করণবীর বোহরার সঙ্গে তর্কাতর্কিতে জড়ান পায়েল। বিবাদটা যখন চ‍রমে পৌঁছায় তখন পায়েলকে ‘পুরুষ বিদ্বেষী’ বলে তোপ দাগেন করনবীর। এমনকি পায়েল স্বামী হিসাবে একজন ‘জরু কা গোলাম’কে চান বলেও কটাক্ষ করেন তিনি।


পালটা পায়েল অভিযোগ করেন, করনবীর নিজের হারেমে রাখতে চান মহিলাদের। মেয়েদের স্বাধীন চিন্তা ভাবনা তিনি পছন্দ করেন না। তবে ‘জরু কা গোলাম’ কটাক্ষটা যে পায়েলের গায়ে লেগেছে তা স্পষ্টই বোঝা গিয়েছে। তিনি অভিযোগ করেন, তাঁর প্রেমিক সংগ্রামকে এই তর্কের মাঝে টেনে এনেছেন করনবীর। সংগ্রাম তাঁর ভৃত‍্য নয়। করনবীরের সাহস হয় কীকরে এই ধরনের কথা বলার? চিৎকার করে ওঠেন পায়েল।

পরে রাগ কমলে অবশ‍্য কান্নায় ভেঙে পড়েন পায়েল। সাইশা, ববিতা ফোগাটদের সামনে কাঁদতে কাঁদতে তিনি বলেন, “সংগ্রামকে এর মাঝে টেনে আনা একেবারেই উচিত হয়নি করনবীরের। ও জরু কা গোলাম নয়। এমনিতেই ১২ বছর ধরে আমাদের বিয়েটা আটকে রয়েছে। আমি চাইনা যে ওর বাবা মা ভাবুক, পায়েল একজন চাকর চায় আর তাই আমাদের বিয়েটা আটকে রয়েছে। এতটা ব‍্যক্তিগত বিষয়ে বলার সাহস হল কীকরে ওর!”

পায়েল আরো জানান, অনেকদিন আগেই সংগ্রামের সঙ্গে তাঁর বাগদান হয়ে গিয়েছে। কিন্তু বিয়েটা এখনো করে উঠতে পারেননি তাঁরা। এমনিতেই নাকি বন্ধুরা উসকানি দেয় সংগ্রামকে। পায়েল স্পষ্ট কথায় বলেন, সংগ্রাম তাঁর চাকর নন। আর তিনিও সংগ্রামের পায়ের জুতো নন।


তবে বেশি চিন্তা করতে হয়নি পায়েলকে। কারণ এই ঘটনার পরেই টুইটারে সংগ্রাম তাঁদের বিয়ের ঘোষনা করেন। তিনি বলেন, পায়েল খুবই ভাল মেয়ে। তাঁরা দুজনেই সমান। প্রথমে মার্চে বিয়ের পরিকল্পনা করেছিলেন তাঁরা। কিন্তু কর্মব‍্যস্ততার জন‍্য এবার আগামী জুলাই মাসে বিয়ের পিঁড়িতে বসবেন পায়েল ও সংগ্রাম।

সম্পর্কিত খবর

X