শুরুতেই ফ্লপ কঙ্গনার ‘ধাকড়’! পায়েল রোহাতগির কটাক্ষ, ‘সব কর্মফল’

বাংলাহান্ট ডেস্ক: কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) ও পায়েল রোহাতগি (Payal Rohatgi)। দুজনের মধ‍্যে মিল অনেক থাকলেও একে অপরের ঘোর শত্রু তাঁরা। দুজনেরই সর্বক্ষণের সঙ্গী বিতর্ক, মুখে লাগাম না থাকায় প্রায়ই বিপদে পড়েন। এমনকি দুজনের বিরুদ্ধেই একাধিক বার এফআইআর দায়ের হয়েছে। তবুও এত মিল বন্ধুত্ব বাড়ায়নি পায়েল কঙ্গনার। বরং করে তুলেছে শত্রু।

কঙ্গনাকে কটাক্ষের পর কটাক্ষ করেও তাঁরই রিয়েলিটি শো ‘লক আপ’ প্রতিযোগী হয়ে গিয়েছিলেন পায়েল। কিন্তু একটুর জন‍্য শো জিততে না পারায় আবার ক্ষেপে ওঠেন তিনি। অভিযোগের আঙুল তোলেন কঙ্গনার দিকে। এবার ‘ধাকড়’ এর ভরাডুবি হওয়ায় সোশ‍্যাল মিডিয়ায় খোঁচা মেরেছেন পায়েল।

payal rohatgi 1200
কঙ্গনার বহু প্রতীক্ষিত ছবি ধাকড়। এমনকি এই ছবি মুক্তির আগে বলিউড তারকাদের সঙ্গেও সখ‍্যতা বাড়ানোর চেষ্টা করেছেন তিনি। তবে লাভের লাভ কিছুই হয়নি। ‘ভুলভুলাইয়া ২’ এর চাপে কার্যত চিড়েচ‍্যাপ্টা ধাকড়। শুরুতেই ফ্লপ হওয়ার ইঙ্গিত দিচ্ছে বক্স অফিস সংগ্রহের রিপোর্ট।

তবে কঙ্গনার ব‍্যর্থতায় খুশি পায়েল। সোশ‍্যাল মিডিয়া পোস্টে এক তীরে দুই নিশানা করেছেন তিনি। একসঙ্গে কঙ্গনা ও লক আপ বিজেতা মুনাওয়ার ফারুকিকে বিঁধে পায়েল লিখেছেন, ‘আহারে! সব কর্মের ফল। যে ১৮ লাখ ভোট পেল, না সে ছবির প্রচার করল আর না তার ভুয়ো ভোটাররা ছবি দেখতে এল। সীতা মায়ের উপরে ছবি করতে চলেছেন কঙ্গনা জি আর তাতে সীতা মাকে নিয়ে যে মজা করেছে তাকেও হয়তো সুযোগ দেবেন। কারণ নিজের নিরপেক্ষতা দেখাতে হবে তো সমাজকে।’

https://www.instagram.com/p/Cd1S-TqrPj0/?igshid=YmMyMTA2M2Y=

এর আগে ধাকড় এর প্রিমিয়ারেও এসেছিলেন পায়েল। তখনো তিনি দাবি করেছিলেন, কঙ্গনার সঙ্গে কথা বলতে গেলে তাঁর সঙ্গে নাকি অভদ্র ব‍্যবহার করেন অভিনেত্রী। প্রিমিয়ারে পায়েলকে দেখে নাকি খুশি হননি কঙ্গনা।

মূলত লক আপে তাঁর বদলে মুনাওয়ারকে বিজেতা হিসাবে বাছার জন‍্য কঙ্গনার উপরে ক্ষুব্ধ হন পায়েল। এমনকি তিনি সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে এও বলেন, কঙ্গনা তাঁকে ব‍্যবহার করছিলেন শোয়ের টিআরপি বাড়ানোর জন‍্য। তাঁর ছবি ফ্লপ করাই উচিত।

Niranjana Nag

সম্পর্কিত খবর