মোদীভক্ত পায়েলের মুখে মমতা-স্তুতি! গ্রেফতারির পরেই বোধোদয়? কটাক্ষ নেটপাড়ার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিপাড়ার অন‍্যতম বিতর্কিত অভিনেত্রী পায়েল রোহাতগি (payal rohatgi)। বিগ বস খ‍্যাত এই অভিনেত্রী কারণে অকারণে একাধিক বার বিতর্কে জড়িয়ে সংবাদ শিরোনামে এসেছেন। তাঁর নামে রয়েছে একাধিক পুলিশি অভিযোগ। এবার ফের লাইমলাইট কেড়ে নিয়েছেন পায়েল। তাও আবার বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের (mamata banerjee) প্রশংসা করেন।

সক্রিয় ভাবে রাজনীতিতে যুক্ত না হলেও পায়েল যে বিজেপি ঘেঁষা তা বলিউডের ওপেন সিক্রেট। বহুবার সোশ‍্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) প্রশংসা ও বিজেপি বিরোধী নেতা মন্ত্রীদের সমালোচনা করতে দেখা গিয়েছে পায়েলকে। বাংলায় একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা ছড়ানোর জন‍্য মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কেই দোষী বলে দাবি করেছিলেন পায়েল।


সেখানেই কিনা হঠাৎ করেই ভোলবদল! ইনস্টাগ্রামে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের ছবি পোস্ট করে পায়েল লিখেছেন, ‘মমতা জি আপনি একজন দৃঢ়চেতা মহিলা। হয়তো আমিই ভুল বুঝেছিলাম’। শুধু মমতা নন, মহারাষ্ট্রের মুখ‍্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও কংগ্রেসের রাহুল গান্ধীরও প্রভূত প্রশংসা করতে দেখা গিয়েছে পায়েলকে।

মোদীভক্ত বলে পরিচিত পায়েল হঠাৎ করে কট্টর মোদী বিরোধী নেতা নেত্রীদের প্রশংসায় কেধ পঞ্চমুখ হলেন তার কারণ অবশ‍্য জানা যায়নি। তবে কয়েকজনের দাবি, সম্প্রতি পুলিসি ঝামেলায় ফাঁসার পর থেকেই বিজেপির উপর থেকে মন উঠে গিয়েছে পায়েলের।

https://www.instagram.com/p/CRVhx21lCxy/?utm_medium=copy_link

গত মাসের শেষের দিকেই সোসাইটির চেয়ারপার্সনকে গালিগালাজ ও খুনের হুমকি দেওয়ার জন‍্য গ্রেফতার করা হয় পায়েলকে। সোশ‍্যাল মিডিয়ায় এর আগেও নিজের সোসাইটির চেয়ারপার্সের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে একটি পোস্ট করেছিলেন পায়েল। অবশ‍্য পরে সেই পোস্ট মুছে দেন তিনি। শুধু তাই নয়, পায়েলের বিরুদ্ধে নিজের সোসাইটির বাসিন্দাদের সঙ্গে দুর্ব‍্যবহার ও চেয়ারপার্সনকে খুনের হুমকি দেওয়ারও অভিযোগ ছিল। গুজরাটের আহমেদাবাদের স‍্যাটেলাইট পুলিস গ্রেফতার করে পায়েলকে।

সম্পর্কিত খবর

X