জামিয়া মিলিয়ার ছাত্রী সফুরার বিরূদ্ধে অশ্লীল মন্তব্য করায় পায়েলের বিরুদ্ধে হলো পুলিশে অভিযোগ দায়ের !

বাংলাহান্ট ডেস্ক: ফের সংবাদ শিরোনামে বিগ বসের প্রাক্তন প্রতিযোগী পায়েল রোহতগি (payal rohatgi)। সফুরা জরগারকে (safoora zargar) নিয়ে অশ্লীল মন্তব‍্য করায় টুইটার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে পায়েলের। এবার ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে পুলিসে অভিযোগ দায়ের হল পায়েলের বিরুদ্ধে।
দিল্লি দাঙ্গার সময় রাস্তা বন্ধ করার অভিযোগে জেলবন্দি রয়েছেন জামিয়া মিলিয়ার ছাত্রী সফুরা জরগার। তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় সম্প্রতি তাঁকে মুক্তি দেওয়ার দাবিতে সরব হয়েছে নেটিজেনের একাংশ। কিন্তু সফুরা জামিন প্রত‍্যাখ‍্যান করেছেন। এরপরেই তাঁকে কটাক্ষ করে একটি টুইট করেন পায়েল।

16payal
টুইটে অশ্লীল ভাষায় সফুরাকে আক্রমণ করতে দেখা যায় পায়েলকে। টুইটটি পোস্ট হতেই বিতর্কের ঝড় ওঠে সোশ‍্যাল মিডিয়ায়। ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছেন পায়েল, এই অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠে নেটজনতা।

IMG 20200609 190153
আইনজীবী আলি কাশিফ খান পুলিসে অভিযোগ দায়ের করেছেন পায়েলের বিরুদ্ধে। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, মুম্বইয়ের ওশিওয়ারা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তিনি জানান, লকডাউন উঠলেই আদালতে হাজিরা দিতে হবে পায়েলকে।
ওই আইনজীবীর কথায়, “উনি আইনকে ভয় পান না। দেশের সংবিধান মানেন না। শুধু মুসলিমদের এর বিরুদ্ধে ঘৃণা ছড়ান। হিন্দু মুসলিমের মধ‍্যে বিদ্বেষ ছড়িয়ে দেশে দাঙ্গা করানোই ওনার উদ্দেশ‍্য।” তিনি আরও বলেন, “এর আগেও রাজস্থান পুলিস গ্রেফতার করেছিল পায়েলকে। এখন ফের মুসলিমদের উদ্দেশ‍্য করে দুটি অশ্লীল টুইট করেছেন উনি। তাই আমি অম্বোলি পুলিস স্টেশনে আরও একটি অভিযোগ দায়ের করেছি।”

https://www.instagram.com/tv/CA-uRBVgMJo/?igshid=1ne2udv0qwmel

https://twitter.com/Yuvrajverma1212/status/1270159150928953344?s=19

অপরদিকে পায়েলের বক্তব‍্য, ওই আইনজীবী আসলে নকল। উপরন্তু তিনি সব মুসলিমকে উদ্দেশ‍্য করে টুইটটি করেননি। শুধুমাত্র সফুরাকে উদ্দেশ‍্য করেই তিনি টুইট করেছেন বলে জানান পায়েল। এখানেই থেমে থাকেননি পায়েল। তিনি আরও অভিযোগ করেন, স্বরা ভাস্কর যখন একের পর এক দেশ বিরোধী মন্তব‍্য করেন তখন তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয় না। কিন্তু দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে মুখ খুললেই টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়।


Niranjana Nag

সম্পর্কিত খবর