বাংলাহান্ট ডেস্ক: মা হচ্ছেন সোহিনী সেনগুপ্ত (sohini sengupta)! বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে অবশ্য তিনি ‘পুটুপিসি’ বলেই বেশি জনপ্রিয়। স্টার জলসার ‘খড়কুটো’তে পুটুপিসির চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। তবে এ সুখবর কিন্তু বাস্তব জীবনের নয়। বরং রিল লাইফের।
না না, খড়কুটোর পুটুপিসিও মা হচ্ছেন না এখনি। তবে? সংবাদ মাধ্যম সূত্রে খবর, ফের এক নতুন সিরিয়াল নিয়ে আসছেন সোহিনী। কালার্স বাংলায় দেখা যাবে ‘সোনা রোদের গান’ সিরিয়ালটি। এখানেই নায়িকার মায়ের ভূমিকায় দেখা যাবে সোহিনীকে। আর তাঁর বিপরীতে দেখা যাবে ভাস্কর বন্দ্যোপাধ্যায়কে।
সিরিয়ালের নায়িকা আনন্দীর চরিত্রে দেখা মিলবে পায়েল দের (payel dey)। তাঁর বিপরীতে আবার দুজন জনপ্রিয় অভিনেতার দেখা মিলবে। এক বিত্তশালী ব্যবসায়ীর চরিত্রে সৌম্য বন্দ্যোপাধ্যায় এবং একজন চিকিৎসকের ভূমিকায় ঋষি কৌশিক (rishi kaushik)। আমরা আগেই জানিয়েছিলাম লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্যের উপরে ভর করে ফের ছোটপর্দায় ফিরছেন ‘অর্চিবাবু’।
সেই গুঞ্জনই সত্যি হল। লীনা গঙ্গোপাধ্যায়েরই লেখা হিন্দি সিরিয়াল ‘থোড়া সা বাদল থোড়া সা পানি’র বাংলা রিমেক হতে চলেছে এই সিরিয়াল। বহু বছর পর ছোটপর্দায় মুখ্য চরিত্রে ফিরছেন পায়েল ও ঋষি কৌশিক। এর আগে ‘দেশের মাটি’ সিরিয়ালে অন্যতম মুখ্য চরিত্রে পায়ের অভিনয় করলেও খুশি হননি তেমন দর্শকেরা। খুব তাড়াতাড়ি শেষও হয়ে গিয়েছিল সিরিয়ালটি। অবশেষে তাদের আক্ষেপ মিটতে চলেছে।
সিরিয়ালের গল্প বলছে, আনন্দী বাবা মায়ের নয়নের মণি। আবার আনন্দীও বাবা মার জন্য সমস্ত কিছু ত্যাগ করতে পারে। বিক্রম অর্থাৎ সৌম্যর সঙ্গে তাঁর বিয়ে যখন পাকা তখনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাঁর বাবা ভাস্কর। এই সময়েই আনন্দীদের বাড়িতে আসেন চিকিৎসক ঋষি কৌশিক। চলতি বছরের শেষে শুরু হবে শুটিং। আর নতুন বছরের শুরুতেই দর্শকদের জন্য নতুন গল্প নিয়ে হাজির হবেন ঋষি কৌশিক ও পায়েল। ততদিন অপেক্ষা।