ভর সন্ধ্যায় অভিনেত্রীর গাড়িতে হামলা, কী হয়েছিল জানেন?

আর জি কর কাণ্ডে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি সহ গোটা দেশ। একাধিকবার উঠছে রাজ্যে মহিলা নিরাপত্তার প্রশ্নও। কলকাতা যে ভারতের সবথেকে নিরাপদ শহর, সেই শহরেই ঘটে গিয়েছে একটি নৃশংস ঘটনা। আর জি কর মেডিক্যাল কলেজে কর্মরত এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। গত ৯ আগষ্ট ঘটে এই ঘটনা। তারপর থেকেই এই ঘটনার বিচার দাবি ছড়াচ্ছে প্রতিটি কোনে।

এই উত্তাল পরিস্থিতিই মধ্যে আবারও উঠলো নারী নিরাপত্তার প্রশ্ন। গতকাল সন্ধ্যায় টেলি পাড়ার এক অভিনেত্রী গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে এক বাইক চালক। সেই ভিডিয়ো বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গতকাল সন্ধ্যায় অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় (Payel Mukherjee) গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। ড্রাইভও করছিলে তিনি নিজেই। হঠাৎ এক বাইক চালক আসে, তাঁর গাড়ির কাঁচ নামতে বলে। হালকা কাঁচ নামিয়ে কথাও বলেন অভিনেত্রী (Payel Mukherjee)।

Payel Mukherjee

গতকাল সন্ধ্যায় অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় (Payel Mukherjee) গাড়ি নিয়ে বেরিয়েছিলেন

তারপরেই তাঁর দিকে তেড়ে যান ওই বাইক চালক। তাঁর দাবি তাঁর বাইক ধাক্কা গেলেছে অভিনেত্রীর গাড়ির। তারপর অভিনেত্রী নিজের নিরাপত্তার কারণে গাড়ির কাঁচ তুলে দিলে সেদিকে তিনটি ঘুসি মেরে ভেঙে দেন বাইক চালক। তারপরে ঘটনাস্থল থেকেই লাইভ করে পুরো বিষয়টির জানান দেন অভিনেত্রী। হাজির হয় পুলিশও।

গাড়ি থেকে নেমে বাইক চালকের গাড়ির নম্বর ও গাড়ির ভিডিয়ো দেখিয়ে তিনি বলেন ‘কথায় ধাক্কা লেগেছে দেখতে পাচ্ছেন? এই ঘটনার প্রত্যক্ষদর্শীরাও ভিডিয়োতে জানান যে তারা ধাক্কা লাগতে দেখেননি। অভিনেত্রী সংবাদ মাধ্যমের কাছে জানান, ‘এই উত্তাল সময়েরও কলকাতায় একটুকু নারী নিরাপত্তা নেই। আজ আমি খুব জোর বেঁচে গিয়েছি। আমার চোখে মুখেও ঢুকে যেতে পারতো।’


Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর