ফের তারকা যোগদান বিজেপিতে, গেরুয়া শিবিরে যোগ দিলেন পায়েল সরকার

বাংলাহান্ট ডেস্ক: বিজেপিতে (bjp) যোগ দিলেন পায়েল সরকার (payel sarkar)। জে পি নাড্ডার (j p nadda) উপস্থিতিতে হেস্টিংয়ে বিজেপির নির্বাচনী দফতরে গেরুয়া দলে যোগদান করেন পায়েল। দিলীপ ঘোষের হাত থেকে দলীয় পতাকা নেন অভিনেত্রী। বিধান সভা নির্বাচনের আগে নিঃসন্দেহে বড় চমক এই যোগদান।

সদ‍্যই বেশ কিছু টলিউড (tollywood) তারকা যোগ দিয়েছেন বিজেপিতে (bjp)। তাদের মধ‍্যে যেমন তৃণমূল ছেড়ে আসা রুদ্রনীল ঘোষ (rudranil ghosh), হিরণ চট্টোপাধ‍্যায় (hiran chatterjee) রয়েছেন, তেমনি রয়েছেন রাজনীতিতে একেবারেই আনকোরা যশ দাশগুপ্তও। তৃণমূলের মতো এবার ধীরে ধীরে গেরুয়া শিবিরের ছাপও স্পষ্ট হচ্ছে টলিপাড়ায়।

ei samay 2
সেই তালিকায় নাম লেখালেন পায়েল সরকারও। এদিন জে পি নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন পায়েল। হেস্টিংয়ে বিজেপির নির্বাচনী দফতরে রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। ভোটের আগে বিজেপিতে যে আরো টলি তারকারা যোগ দিতে পারেন সেই জল্পনাও জিইয়ে রাখল পায়েলের এই যোগদান।

গতকালই একঝাঁক তারকা যোগ দিয়েছে তৃণমূলে। বিধানসভা নির্বাচনের আগে সবুজ শিবিরে যোগ দিয়েছেন কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী (raj chakraborty), সায়নী ঘোষ (sayani ghosh), জুন মালিয়া, মানালি দে সহ আরো অনেকে। তৃণমূলে যোগ দিয়েছেন ক্রিকেটার মনোজ তিওয়ারিও। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সভায় যোগ দেন একঝাঁক তারকা।

তৃণমূলে যোগ দিয়ে সায়নী বলেন বাংলার সার্বিক উন্নয়নের জন‍্য কাজ করবেন তিনি। পরিচালক রাজ বলেন, তৃণমূলের জন‍্য এবার প্রচারে নামবেন। কাঞ্চন মল্লিকের বক্তব‍্য, দিদি এবার হ‍্যাটট্রিক করবেন। উল্লেখ‍্য এঁরা সকলেই তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর