বাংলাহান্ট ডেস্কঃ রাজনীতির ময়দানে বিরোধীপক্ষ হলেও, দোলের উৎসবে এক হয়ে গেল বিজেপি (bjp) তৃণমূল (tmc)। গঙ্গাবক্ষে দোল উৎসবে মাতলেন মদন মিত্র (madan mitra), শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীরা। আড়িয়াদহ ঘাট থেকে নৌকায় চড়ে গঙ্গাবক্ষে একসঙ্গে দোলের উৎসবে সামিল হলেন তৃণমূল বিজেপি প্রার্থীরা।
বেহালা পশ্চিমের প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বেহালা পূর্বের হয়ে নির্বাচনে লড়ছেন পায়েল সরকার এবং হাওড়ার শ্যামপুরের বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী, অন্যদিকে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র- সকলকেই একসঙ্গে রঙের উৎসবে একত্রে রঙিন হতে দেখা গেল।
একদিকে রাজনীতির ময়দানে কড়া প্রতিপক্ষ হলেও, রঙের উৎসবে সকলেই একসঙ্গে আনন্দে সামিল। রাজনৈতিক বাঁধা বিপত্তিকে পাশে সরিয়ে একসঙ্গে রঙের উৎসবে মাতলেন রাজনৈতিক প্রতিপক্ষরা। মনে কোনরকম দ্বিধা দ্বন্ধ না রেখে, রঙের উৎসবে একসঙ্গে মাতলেন মদন মিত্র, শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীরা।
এবিষয়ে মদন মিত্র জানালেন, ‘আজ দোলের দিন। আজ চৈতন্য মহাপ্রভুর উৎসব। রাজনীতির প্রাচীর সরিয়ে আজকের দিনে রঙের উৎসবে সামিল হওয়াই বাংলার সংস্কৃতি। এখানে এসেছিলেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু, এই দক্ষিণেশ্বরের গঙ্গাবক্ষে পাঁয়ে হেঁটে বেড়াতেন শ্রীরামকৃষ্ণ। এমন পবিত্র দিনের পবিত্র উৎসবে রাজনৈতিক মতপার্থক্যকে এখানে আমরা আসতে দিই নি। এখানে আমাকে একটি সংস্থার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি এসে দেখছি, এখানে আরও অনেকেই রয়েছেন। এ খেলা কি যে খেলা বোঝে কি আর জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। এটা দোল খেলা হচ্ছে। এটাও খেলা। এখানে কোন রাজনৈতিক দল বড় কথা নয়, দোল উৎসব বড়’।