টুইটারে শুরু হতে চলেছে পেমেন্ট ব্যবস্থা, নতুন ফিচার আনতে চলেছে মাস্কের সংস্থা

বাংলাহান্ট ডেস্ক : অনলাইন (Online) যুগে পেমেন্টও ডিজিটাল। ফোনের বিল দেওয়া থেকে শপিং, সবকিছুই হচ্ছে অনলাইন মাধ্যমে। সংবাদ মাধ্যম সূত্রের খবর, এবার আর্থিক লেনদেনের সুবিধা আসতে চলেছে টুইটারে। টুইটার (Tweeter) ইতিমধ্যেই পেমেন্ট অপশন শুরুর ব্যাপারে কাজ শুরু করে দিয়েছে। ইলন মাস্ক (Elon Musk) প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকা দিয়ে গত অক্টোবর মাসে অধিগ্রহণ করেন টুইটার।

টুইটারকে আরও আকর্ষণীয় করে তুলতে ইতিমধ্যেই নতুন নতুন ফিচার (Feature) নিয়ে কাজ শুরু করেছে এই সংস্থাটি। এই ফিচারের তালিকায় এবার পেমেন্ট অপশনও যুক্ত হতে চলেছে। টুইটার অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে জোরদার করতে চলেছে নিরাপত্তা। ব্লগপোস্টে জানানো হয়েছে, তারা যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে গ্রাহক তথ্য সংরক্ষণে।

   

টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে বিক্রেতার কাছে ব্যবহারকারীর অনুমতি ছাড়া ক্রেডিট কার্ড সংক্রান্ত কোনো রকম তথ্য দেওয়া হবে না। জানা যাচ্ছে টুইটার প্রধান ইলন মাস্ক তার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নিয়ে যাচ্ছেন টুইটারের অর্থ প্রদানের ফিচারটিকে। টুইটারে পেমেন্ট সিস্টেমগুলি এমনভাবে তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

Elon Musk Twitter

পরবর্তী সময়ে এতে ক্রিপ্টো কারেন্সি পেমেন্টও যোগ করার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। ইলন মাস্ক টুইটারকে শুধুমাত্র বার্তা প্রেরণের মাধ্যম হিসাবে সীমাবদ্ধ রাখতে চান না। তার পরিকল্পনা শুধুমাত্র বাণিজ্য নয়, এর পাশাপাশি পিয়ার টু পিয়ার লেনদেন, সেভিংস অ্যাকাউন্ট, ডেবিট এর মত ফিনটেক পরিষেবাগুলিকেও টুইটারের অন্তর্ভুক্ত করা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর