এখন Paytm এও KYC জালিয়াতি, জেনেনিন এক্ষুনি নাহলে আপনিও হারাবেন টাকা !

বাংলাহান্ট ডেস্কঃ কিছুদিন আগেই কলকাতা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ঘটেছিল একের পর এক ব্যাংক ও এটিএম জালিয়াতি। দুষ্কৃতীরা ফোন করে জানাত তারা ব্যাংক আধিকারিক। গ্রাহকদের তারা ভয় দেখাতো গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি বা অন্য কোন কারণে বন্ধ হয়ে যাবে। তারপর তারা গ্রাহকের কাছ থেকে এটিএম পিন সিভিভি নাম্বার  ও  অন্যান্য ব্যাংকের গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিত। এবং পরবর্তীকালে তারা দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইন ট্রানস্যাকশন এর মাধ্যমে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। ঠিক একইভাবে কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে হচ্ছে পেটিএম জালিয়াতি। এই বিষয়ে সতর্ক করেছেন কলকাতার জয়েন্ট কমিশনার অফ পুলিিশ মুরলীধর শর্মা।

https://twitter.com/IpsMurlidhar/status/1213722305114722304?s=19

তিনি জানিয়েছেন যে বিগত কয়েক দিনে বেশ কয়েকটি পেটিএম জালিয়াতির অভিযোগ এসেছে। যেগুলির বেশিরভাগটাই কেওয়াইসি সংক্রান্ত। গ্রাহককে ফোন করে কাস্টমার কেয়ার আধিকারিক পরিচয় দিচ্ছে। তারা জানাচ্ছে যে গ্রাহকের পেটিএম কেওয়াইসি সম্পূর্ণ করা নেই যার ফলে যখন তখন তার পেটিএম ট্রানজেকশন বন্ধ হয়ে যাবে। তারা গ্রাহককে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে সেই সমস্যা সমাধান করতে বলছে। যেগুলি প্রত্যেকটি আসলে স্ক্রিন রেকর্ডিং অ্যাপ। এগুলি দিয়ে আপনি স্ক্রীনে কি টাইপ করছে সমস্ত তাই রেকর্ড করে জেনে নিতে পারবে হ্যাকাররা।

যার ফলে আপনার পেটিএম পাসওয়ার্ড থেকে শুরু করে এ টি এম নম্বর, cvv অন্যান্য তথ্য জেনে আপনার টাকা লোপাট করে দেবে। এই অ্যাপ গুলি হল AnyDesk, TeamViewer,  QuickSupport ইত্যাদি।

এই ধরনের অনলাইন জালিয়াতি মূলত আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এর মাধ্যমে করা হয় কখনোই কোন সন্দেহজনক লিংক ক্লিক করবেন না। অপরিচিত কাউকে আপনার ব্যাংকিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানাবেন না।  অনলাইন ব্যাঙ্কিং ট্রানজেকশন এর সময় সতর্ক থাকুন।  আপনার মুহূর্তের অন্যমনস্কতার কারণে আপনার কষ্টার্জিত ধন গায়েব করে দিতে পারে দুষ্কৃতীরা।

 

সম্পর্কিত খবর