দেশ জুড়ে একটাই QR আনতে চলেছে paytm

বাংলাহান্ট ডেস্কঃ  দ্রুত অনলাইন পেমেন্ট এবং মোবাইল রিচার্জের জন্য ভারতে এখন paytm খুবই জনপ্রিয়। পেটিএম এর মাধ্যমে অনলাইন রিচার্জ এবং মোবাইল বিল, DTH রিচার্জ এবং ইউটিলিটি বিল, ট্রাভেল, মুভিস, শপিং অথবা পেমেন্ট করা সম্ভব সহজেই। আমাদের দৈনন্দিন জীবন ক্যাশের প্রয়োজনীয়তা অনেকটাই কমিয়ে দিয়েছে এই paytm.

Paytm logo

সারাদেশে আলাদা আলাদা QR কোড চালু থাকায় অনেক সময়ই সমস্যার মুখে পড়তে হয় পেমেন্ট অ্যাপ ব্যবহার কারীদের। অনেক ক্ষেত্রেই বেশ কিছুটা মাশুল গুন্তে হয়। দুটি ভিন্ন ব্যাঙ্কের আকাউন্ট থেকে টাকা ট্রান্সফরের ক্ষেত্রে এই মাশুল আর বেশি। এই সমস্যা এবার সমাধান করতে চাইছে এই সংস্থা

সারা দেশে একটাই QR কোড চালু করতে চলেছে paytm, এই QR টি থেকে যে কোনো জায়গায় আনলিমিটেড পেমেন্ট করতে পারবেন আপনি। একই সাথে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথেও আসবে এই QR । ব্যবসায়ীরা ঘরে বসেই এই Qr পাবেন paytm for businesses এর মাধ্যমে। একই সাথে পেটিএমের বিজনেস খাতা এর মাধ্যমে ব্যবসায়ীরা নিজেদের ধার বাকির হিসেব ও রাখতে পারবেন।

প্রসঙ্গত,  পেইটিএম ২০১০ সালের আগস্টে নয়ডায় আত্মপ্রকাশ করে।  প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা।  প্রাথমিকভাবে  এটি প্রিপেইড মোবাইল এবং ডিটিএইচ রিচার্জ প্ল্যাটফর্ম হিসাবে শুরু হয়েছিল এবং পরে ২০১৩ সালে ডেটা কার্ড, পোস্টপেইড মোবাইল এবং ল্যান্ডলাইন বিল পেমেন্ট যুক্ত করেছে ।২০১৪ সালের জানুয়ারি মাসে সংস্থাটি পেটিএম ওয়ালমেট চালু করেছে। একই সাথে এটি ভারতে ক্যাশলেস অর্থনীতি কে এক কদম এগিয়ে দিয়েছে।

সম্পর্কিত খবর