সুসংবাদ! সুর নরম RBI’র, এই দিন পর্যন্ত বাড়ল Paytm Payments Bank’র আয়ু

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বেশকিছু দিন থেকেই বারবার খবরের শিরোনামে উঠে আসছে Paytm Payments Bank। কারণ অবশ্য একটাই। আসলে, সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের কোপের মুখে পড়েছে Paytm Payments Bank। রিজার্ভ ব্যাঙ্কের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে Paytm এর মূল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। আগামী ২৯ ফেব্রুয়ারি ছিল তার শেষদিন।

এবার নতুন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। সাময়িক স্বস্তি দিয়ে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের পরিষেবা আরও কয়েকদিন বাড়ানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। শুক্রবার আরবিআই জানিয়ে দিল, মার্চের ১৫ তারিখের পর Paytm এর যাবতীয় লেনদেন বন্ধ হয়ে যাবে। গ্রাহকদের যাবতীয় আমানত যাতে তোলা যায় তার ব্যবস্থা করতে হবে পেটিএমকেই।

আরোও পড়ুন : আসতে চলেছে যুগান্তকারী পরিবর্তন! এবার শিয়ালদা রুটে ভিড় কমাতে বড় উদ্যোগ, নয়া পদক্ষেপ রেলের

তবে ১৫ মার্চের পর নতুন করে আমানত গ্রহণ করতে পারবে না পেটিএমের ব্যাঙ্কিং পরিষেবা। দিতে পারবে না প্রিপেড, ওয়ালেট, ফাসট্যাগ-সহ বিভিন্ন পরিষেবা। তবে সুদ বা রিফান্ড যে কোনও সময় জমা হতে পারে। তবে আগে থেকে ব্যাঙ্কের সেভিংস ব্যাঙ্ক, কারেন্ট অ্যাকাউন্ট বা ফাসট্যাগের টাকা কোনও বিধিনিষেধ ছাড়াই ব্যবহার করা যেতে পারে। চালু থাকবে পেটিএমের ইউপিআই পরিষেবাও।

প্রসঙ্গত উল্লেখ্য, Paytm বিরুদ্ধেও KYC-র নিয়ম ভাঙার অভিযোগ ওঠায় কড়া সিদ্ধান্ত নেয় RBI। এর পরই ফিনটেক কোম্পানির প্রতিষ্ঠাতা তথা CEO বিজয় কুমার শর্মা অর্থ মন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্কের কর্তা-ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই আবহে গত সোমবার অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে মুখ খোলেন RBI-র গভর্নর শক্তিকান্ত দাস।

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X