দুঃসংবাদ! Paytm পেমেন্টস ব্যাঙ্কের পর এবার Wallet!এই নিয়ম না মানলেই কপাল পুড়বে গ্রাহকদের

বাংলাহান্ট ডেস্ক : ভারতের ফিনটেক কোম্পানিগুলির মধ্যে অন্যতম পেটিএম (Pay Through Mobile)। পেটিএম (Paytm) সংস্থার কোটি কোটি গ্রাহক রয়েছে গোটা দেশ জুড়ে। ইউপিআই (Unified Payments Interface) পরিষেবা দেওয়ার পাশাপাশি পেটিএম নিজস্ব পেমেন্টস ব্যাংক লঞ্চ করেছিল। তবে রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) নিয়ম অমান্য করায় কিছু মাস আগে বাতিল করা হয় পেটিএম পেমেন্ট ব্যাংকের লাইসেন্স।

পেমেন্ট ব্যাংকের লাইসেন্স বাতিল হলেও, এই সংস্থা অন্যান্য পরিষেবা যেমন ওয়ালেট (Paytm Wallet), ইউপিআই, বিল পেমেন্ট ইত্যাদি জারি রেখেছিল। তবে এবার পেটিএম ওয়ালেট ব্যবহারকারীদের জন্য উঠে আসছে বড় খবর। খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে পেটিএম ওয়ালেট। তবে সব গ্রাহকদের ওয়ালেট বন্ধ হবে না। বেছে বেছে কিছু গ্রাহকের ওয়ালেট ডিঅ্যাক্টিভ করে দেওয়া হবে Paytm-এর তরফে।

আরোও পড়ুন : সর্বনাশ! এই ফোনগুলোয় আর কাজ করবে না WhatsApp! লিস্টে আপনার সেটটা নেই তো?

যে ওয়ালেটগুলিতে এক বছরেরও বেশি সময় ধরে কোনও রকম ব্যালেন্স নেই অথবা ব্যবহার করা হয় না, সেগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কর্তৃপক্ষের তরফে গ্রাহকদের এক মাস সময় দেওয়া হয়েছে। এই সময়সূচির কাউন্টডাউন আগামী 20 জুলাই থেকে শুরু হবে। যে সকল গ্রাহকদের ওয়ালেট একদমই ব্যবহার করা হয় না তাদের প্রথমে নোটিশ দেওয়া হবে পেটিএমের পক্ষ থেক।

sbjbvnfvs

নোটিশের পর দেওয়া হবে এক মাসের সময়। এই সময়ের মধ্যে যদি গ্রাহক নিজের ওয়ালেট অ্যাক্টিভ রাখতে চান তাহলে কিছু অর্থ দিয়ে লেনদেন করতে হবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে লেনদেন না হয় তাহলে বন্ধ করে দেওয়া হবে ওয়ালেট। হাতে এখনো রয়েছে বেশ খানিকটা সময়। যে সকল গ্রাহক নিজেদের Paytm ওয়ালেট অ্যাকটিভ রাখতে চান, তারা এক মাসের মধ্যে কিছু লেনদেন করে অক্ষুন্ন রাখতে পারেন ওয়ালেট পরিষেবা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর