বাংলা হান্ট নিউজ ডেস্ক: ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে আজ বইলো রানের বন্যা। হাই স্কোরিং ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৫ উইকেটে হারালো ময়ঙ্ক আগরওয়ালের পাঞ্জাব কিংস। শুরুতে ব্যাট করে আরসিবির পাহাড়প্রমাণ রানের বোঝা অবলীলায় টপকে গিয়ে জয় তুলে নিলেন ধাওয়ান, লিভিংস্টোনরা। শ্রীলঙ্কার প্রমোদ রাজাপাকসার পাশাপাশি বোলিংয়ে বড় অঙ্কের রান বিলিয়ে দেওয়া ওডেন স্মিথই পাঞ্জাবের আজকের হিরো। তবে তরুণ ক্রিকেটার রাজ বাওয়া বাদে গোটা পাঞ্জাব দলের ব্যাটিং পারফরম্যান্সই আজ ছিল দুর্দান্ত।
শুরুটা অবশ্য আরসিবির ওপেনাররা খুব ধীরগতিতে করেছিল। বিশেষ করে ফ্যাফ দু প্লেসিস-কে দেখে মনে হচ্ছিল ব্যাটিং ভুলে গেছেন তিনি। যা চাপ তৈরি করে অপর ওপেনার অনুজ রাওয়াতের ওপর। যদিও নিজেদের অনিয়ন্ত্রিত বোলিংয়ের কারণেই দুই ওপেনারকে বাগে পেয়েও উইকেট তুলতে ব্যর্থ হন সন্দীপ শর্মা, অর্শদীপ সিং-রা। পাঞ্জাব প্রথম উইকেট পায় রাহুল চাহারের বলে। এরপর মাঠে আসেন বিরাট কোহলি। তিনি আসতেই যেন অন্য ব্যাটারে পরিণত হন ফ্যাফ দু প্লেসিস। ডিফেন্সের খোলস ছেড়ে হরপ্রীত ব্রার, ওডেন স্মিথদের কচুকাটা করেন ফ্যাফ। যখন অর্শদীপের বলে আউট হন তখন পাওয়ার প্লে-তে মাত্র ৪১ রান করে ধুঁকতে থাকা আরসিবি ১৭ ওভারে পৌঁছে গেছে ১৬৮ তে।
৩ টি চার এবং ৭ টি ছক্কা সহ ৫৭ বলে ৮৮ রান করেন ব্যাঙ্গালোরের নতুন অধিনায়ক। বাকি কাজটি করেন অভিজ্ঞ ক্রিকেটার দীনেশ কার্তিক। শেষ দুই ওভারে ওডেন স্মিথ এবং সন্দীপ শর্মা-কে মারাত্মকভাবে আক্রমণ করে মাত্র ১৪ বলে ৩ টি চার ৩ টি ছক্কা সহ ৩২ রান করে অপরাজিত থাকেন তিনি। দু প্লেসিস এবং কার্তিক দুজনকেই যোগ্য সঙ্গত দিয়ে ২৯ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। তাদের তিনজনের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে ২০ ওভারে ২০৫ রান তুলতে পারে আরসিবি।
জবাবে শুরুটা ঝড়ের মতো করেছিলেন পাঞ্জাবের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং ময়ঙ্ক আগরওয়াল। আরসিবির দুই নিউ বল বোলারকে বেশ কয়েকবার গ্যালারিতে পাঠান তারা। শ্রীলঙ্কার তারকা পেসার হাসারঙ্গার বলে ময়ঙ্কের দুরন্ত ক্যাচ নিয়ে পাঞ্জাবকে প্রথম ঝটকা দেন বাংলার শাহবাজ। আশ্চর্যজনক ভাবে পাওয়ার প্লে-তে এক ওভার বল করে মাত্র ৬ রান দিলেও গোটা ম্যাচে আর বল করতে দেওয়া হয়নি তাকে। এরপর দুর্দান্ত ছন্দে ব্যাটিং করে নিজেদের দলকে ভালো জায়গায় এনে দেন ধাওয়ান এবং এই বছরই পাঞ্জাবের সঙ্গে যুক্ত হওয়া প্রমোদ রাজাপাকসা। হর্ষল প্যাটেল ধাওয়ানের (৪৩) উইকেট তুললেও লিভিংস্টোনের (১৯) সাথে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রাজাপাকসা। কিন্তু মাঝে রাজাপাকসা (৪৩) সহ দুই বলে দুই উইকেট নিয়ে আরসিবিকে আশার আলো দেখিয়েছিলেন সিরাজ। কিন্তু দু প্লেসিস এবং হর্ষল প্যাটেলের বাজে ফিল্ডিংয়ে জীবন পাওয়া ওডেন স্মিথ (২৫) এবং শাহরুখ খান (২৪) শেষদিকে চূড়ান্ত আক্রমণাত্মক ব্যাটিং করে পাঞ্জাবকে জয় এনে দেন। ফলে ভালো ব্যাটিং করলেও আরসিবি অধিনায়ক হিসেবে হার দিয়েই শুরু করলেন ফ্যাফ দু প্লেসিস।