PBKS বনাম GT! হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া দুই দলই, নজরে এই তারকারা

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি সপ্তাহে একের পর এক হাড্ডাহাড্ডি ম্যাচ ক্রিকেটপ্রেমীদের উপহার দিয়ে চলেছে আইপিএল (IPL 2023)। আজ টুর্নামেন্টে মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স (Gujarat Titans) এবং চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে থাকা পাঞ্জাব কিংস (Punjab Kings)। কিন্তু দুই দলই আপাতত একই পরিস্থিতিতে রয়েছে। টুর্নামেন্টে দুর্দান্তভাবে যাত্রা শুরু করার পর নিজেদের শেষ ম্যাচে অপ্রত্যাশিত ভাবে হারের মুখ দেখেছে তারা। আজ জয় ফিরতে মরিয়া থাকবে দুই দলই।

মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামের পিচ ব্যাটিং উপযোগী সেটা পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে প্রমাণিত হয়ে গিয়েছে। তবে আজ যেহেতু রাতে খেলা তাই শিশির কিছুটা প্রভাব ফেলতে পারে ম্যাচে। তা সত্ত্বেও নতুন বল সামলে নিলে বড় স্কোর করার সম্ভাবনা থেকে যায় ব্যাটারদের সামনে। এই কারণে টস জয়ী অধিনায়ক সম্ভবত রান তাড়া করার সিদ্ধান্তই নেবে।

আজ গুজরাট টাইটান্স দলে নজরে থাকবেন রশিদ খান এবং বিজয় শঙ্কর। রশিদ নিজের পরিচিত ছন্দেই বোলিং করে চলেছেন এবং বিজয় শঙ্কর চলতি মরশুমে আশ্চর্য রকমের ধারাবাহিকতা দেখাচ্ছেন। সেই সঙ্গে ইনিংসকে ধরে রাখতে তরুণ তারকা সাই সুদর্শনের গুরুত্বও অপরিসীম। অপরদিকে পাঞ্জাব দলের সবচেয়ে বড় ভরসা হলেন তাদের অধিনায়ক শিখর ধাওয়ান যিনি চলতি মরশুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন ব্যাট হাতে। নতুন বল হাতে অর্শদীপ কতটা ভালো বোলিং করেন সেই দিকে অনুরোধ থাকবে সকলের।

সম্ভাব্য পাঞ্জাব কিংস একাদশ: শিখর ধাওয়ান প্রভসিমরণ সিং, ম্যাথু শর্ট, লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান, জিতেশ শর্মা, স্যাম ক্যারান, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাদা, অর্শদীপ সিং, রাহুল চাহার।

সম্ভাব্য গুজরাট টাইটান্স একাদশ: ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, সাই সুদর্শন, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলঝারী জোসেফ, মহম্মদ শামি, যশ দয়াল

 

X