মমতা ব্যানার্জীর গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ডের সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ! নিয়োগ নিয়ে উঠছে প্রশ্ন

বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) সরকার করোনার জন্য গঠন করা গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ডের (global advisory board) সদস্য থমাস আর ফ্রিডেন (Thomas R Frieden) এর বিরুদ্ধে আমেরিকায় এক মহিলা শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন। ফ্রিডেন এর আগে আদালতে হাজিরাও দিয়েছে। এই মামলার পর স্বাস্থসেবাকে উন্নত করার জন্য কাজ করা সংস্থা পিপলস ফর বেটার ট্রিটমেন্ট (PBT) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে একটি চিঠি লিখেছে। ওই চিঠিতে ফ্রিডেনকে মমতা ব্যানার্জীর গ্লোবাল অ্যাডভাইজরি দল থেকে বের করার জন্য আবেদন জানানো হয়েছে।  এমনকি PBT ফ্রিডেনকে বোর্ডের সদস্য করা নিয়েও প্রশ্ন তুলেছে।

cr

PBT এর চিঠিতে নিউইউর্ক টাইমসে ছাপা একটি খবরের কথাও উল্লেখ করা আছে। ওই চিঠিতে বলা হয়েছে যে, থমাস আমেরিকার বাসিন্দা। আর তিনি প্রাক্তন ওবামা সরকারে আট বছর সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বিভাগে কাজ করেছেন।

ওই চিঠিতে আগে বলা হয়েছে, ওনার বিরুদ্ধে মিটু অভিযানের মাধ্যমে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ফ্রিডেনের বিরুদ্ধে এই অভিযোগ ২০১৭ সালের করা তাঁর কার্যকলাপের ভিত্তিতে করা হয়েছে। মহিলা এই বছর আমেরিকার পুলিশের কাছে ফ্রিডেনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এরপর ফ্রিডেন শুক্রবার পুলিশের সামনে স্যারেন্ডার করে।

ফ্রিডেনকে আদালতে পেশ করা হয়েছিল। যদিও, ফ্রিডেনকে শর্তসাপেক্ষ জামিন দেওয়া হয়েছে। আদালত ফ্রিডেনকে আদেশ দিয়েছে যে, তিনি যেন তাঁর পাসপোর্ট পুলিশের কাছে জমা দেন আর অভিযোগকারিনীর সাথে কোনরকম যেন যোগাযোগ না করেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর