CPM রাজত্বে চলেছিল রাজনৈতিক হিংসা, BJP শাসনে ফিরেছে শান্তি! ট্যুইট করে পরিসংখ্যান দিলেন বিপ্লব দেব

বাংলহান্ট ডেস্কঃ ত্রিপুরায় (Tripura) নিজেদের আধিপত্য বিস্তারে বিন্দুমাত্র ত্রুটি রাখছে না তৃণমূল। কিন্তু এরই মাঝে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Kumar Deb) করা এক স্যোশাল মিডিয়ার পোস্ট নিয়ে, চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

একদিকে ত্রিপুরার সরকারকে টলিয়ে দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল। অন্যদিকে সিপিএমের শাসনকালের সঙ্গে,  ত্রিপুরায় গেরুয়া শাসনের সময়কালের কিছু হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করে হিসেবে দিলেন সিপিএমের সময়ে কেমন ছিল ত্রিপুরা, আর বর্তমানে ৩ বছরে বিজেপির শাসনে কেমন চলছে ত্রিপুরা।

মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ট্যুইটারে লেখেন, ‘সিপিএমের শাসনকালে হিংসা ছড়িয়েছিল গোটা ত্রিপুরায়। সিপিএমের শাসনকালে ২০১৭ সালে রাজনৈতিক হিংসার ঘটনা ছিল ৭৫ টি এবং রাজনৈতিক হিংসার শিকার হয়েছিলেন ১৭৫ জন। শতকার হার ছিল ১.৯%।

অন্যদিকে, বিজেপির শাসনকালে গত ৩ বছরে ত্রিপুরায় রাজনৈতিক হিংসার ঘটনা অনেকাংশেই কমে গিয়েছে প্রায় ১/৩ হয়েছে। যেখানে রাজনৈতিক হিংসার ঘটনা ২২ টি এবং আক্রমণের শিকার হয়েছেন ৫১ জন। শতকার হার ০.৫%’।

মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের করা এই পোস্ট নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে ত্রিপুরার রাজনৈতিক মহলে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর