মাত্র ২৫ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবস্যা, সরকারি সাহায্যে কামাবেন লক্ষ লক্ষ টাকা

বাংলা হান্ট ডেস্কঃ করোনা কালে অর্থনৈতিক ধ্বস রীতিমতো শেষ করে দিয়েছে বহু পরিবারকে। অনেকেরই বেতন অর্ধেক হয়ে গিয়েছে। এই সামান্য টাকায় পেট চালানো রীতিমতো কঠিন হয়ে উঠছে অনেকের পক্ষেই। তাই এখন নতুন নতুন ব্যবসার সন্ধান করছেন। আজ আপনাকে এমনই একটি ব্যবসার কথা জানাতে চলেছি। মাত্র পঁচিশ হাজার টাকা বিনিয়োগ করেই এই ব্যবসা শুরু করতে পারেন আপনি এবং এর জন্য সাহায্য করছে সরকারও।

ভারতীয়রা বিভিন্ন ধরনের রত্ন পছন্দ করেন। তার মধ্যে মুক্ত এমন একটি রত্ন যা সাধারন মানুষের কাছে ভীষণ জনপ্রিয়। এই মুক্ত চাষের ব্যবসা কিন্তু বেশ লাভজনক হতে পারে আপনার জন্য। জানিয়ে রাখি এক্ষেত্রে সরকার থেকেও প্রায় ৫০% ভর্তুকি পাওয়া যায়। আপনি যদি এই ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার তিনটি বিষয় প্রধানত প্রয়োজন। একটি পুকুর, ঝিনুক এবং উপযুক্ত প্রশিক্ষণ। জানিয়ে রাখি প্রশিক্ষণের জন্য তিনি মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদ এবং মুম্বাইয়ে একাধিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।

এবার আসি মুক্তো চাষের জন্য সবচেয়ে বড় প্রয়োজন যা সেই ঝিনুকের বিষয়ে। অনেক রাজ্যেই এখন মুক্তো চাষের জন্য ঝিনুক পাওয়া যায়। তবে দক্ষিণ ভারত ও বিহারের দরভাঙ্গার ঝিনুকের মান সবথেকে ভালো। মুক্তো চাষের জন্য প্রথম আপনাকে ঝিনুকগুলিকে একটি জালে বেঁধে পুকুরে ১০-১৫ দিনের জন্য পুকুরে রেখে দিতে হবে। যাতে তারা নিজেদের উপযুক্ত পরিবেশ তৈরী করে নিতে পারে, এরপর ঝিনুক গুলির অস্ত্রোপচার করা হয় অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছাঁচের কনা ঝিনুকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। সেখান থেকেই তৈরি হয় মুক্তো।

images 2021 11 05T152435.974

জানিয়ে রাখি আপনি যদি এক একর একটি পুকুরে ২৫০০০ মত ঝিনুক নিয়ে চাষ শুরু করেন। সেক্ষেত্রে মোটের ওপর আপনার খরচ হতে পারে ৮ লক্ষ টাকা। একটি ঝিনুক থেকে মোট দুটি মুক্ত পাওয়া যায়। সে ক্ষেত্রে মোটের উপর যদি ৫০% ঝিনুক থেকে মুক্তো লাভ করেন আপনি তাহলেই আপনার আয় হতে পারে ৩০ থেকে ৩২ লক্ষ টাকা। কারন এ ধরনের একটি মুক্তোর দামই বাজারে প্রায় ১২০ থেকে ২০০ টাকা। তবে মাথায় রাখবেন এর জন্য উপযুক্ত প্রশিক্ষণ একান্ত প্রয়োজন।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর