নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ‘নাগিন ৩’র অভিনেতা পার্ল ভি পুরি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এক নাবালিকাকে গণধর্ষণের (gang rape) অভিযোগে গ্রেফতার করা হল ‘নাগিন ৩’ (naagin 3) ধারাবাহিকের অভিনেতা পার্ল ভি পুরিকে (pearl v puri)। শুক্রবার মুম্বইয়ের পূর্ব ভাসাইয়ের ওয়ালিভ থানার পুলিস গ্রেফতার করে তাঁকে। আরো পাঁচজনের সঙ্গে অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। অভিযুক্তদের উপর ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা ও পসকো আইনের আওতায় মামলা দায়ের হয়েছে।

ANI সূত্রে খবর, অভিযুক্ত ছয় জনের উপর মুম্বইয়ের মালভানি এলাকায় এক বছর ষোলোর নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ রয়েছে। অভিযুক্তদের পুলিস কাস্টডিতে রাখা হয়েছে। ঘটনায় একজন অভিনেতা যুক্ত থাকায় দ্রুত ছড়ায় খবর। ধর্ষণের অভিযোগে নাগিন অভিনেতার গ্রেফতারের খবর শুনে ফুঁসে ওঠেন ওই সিরিয়ালেরই অভিনেত্রী অনিতা হাস‍্যনন্দানি।


পার্ল পুরির সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, এমনটা হতেই পারে না। পার্লকে তিনি চেনেন। এমন কাজ তিনি করতেই পারেন না। অনিতার বক্তব‍্য, এই ঘটনার নেপথ‍্যে নিশ্চয়ই কোনো ব‍্যাপার আছে আর সেই সত‍্যিটা খুব শীঘ্রই প্রকাশ‍্যে আসবে।

https://www.instagram.com/p/CPubXT4gxc7/?utm_medium=copy_link

হিন্দি টেলি জগতের একজন পরিচিত মুখ হলেন পার্ল ভি পুরি। বহু সিরিয়ালেই নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন তিনি। নাগার্জুনা এক যোদ্ধা, নজর সে খুবসুরত, বেপনাহ পেয়ার, ফির ভি না মানে… বদতমিজ দিল এর মধ‍্যে উল্লেখযোগ‍্য। শেষবার তাঁকে ব্রহ্মরাক্ষস ২ সিরিয়ালে দেখা গিয়েছে। অঙ্গদ মেহরার চরিত্রে অভিনয় করেছিলেন পার্ল পুরি।

সম্পর্কিত খবর

X