বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের (All India Trinamool Congress) বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামার ঘোষণা করলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানিয়ে দিলেন কবে নতুন রাজনৈতিক দল তৈরি করতে চলেছেন তিনি। পীরজাদা আব্বাস সিদ্দিকী আগামী ২০২১ এর নির্বাচনের আগেই নতুন রাজনৈতিক দল তৈরি করবেন বলে জানান তিনি। রবিবার ভাঙড়ের একটি সভা থেকে তিনি জানিয়ে দেন যে, এবছরের ডিসেম্বর মাসেই নতুন দল ঘোষণা করা হবে।
এর সাথে সাথে আজকের জনসভায় তিনি আরও দুটি ঘোষণা করেছেন ফুরফুরা পীরজাদা আব্বাস সিদ্দিকী। তিনি জানিয়ে দেন, আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে যদি তাঁর দল ক্ষমতায় আসে তাহলে রাজ্যে দলিত আদিবাসী সম্প্রদায় থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে। আর মুসলিম সম্প্রদায়ের কোনও যোগ্য ব্যাক্তি স্বরাষ্ট্র মন্ত্রী হবেন।
আব্বাস সিদ্দিকীর দল যে আগামী বিধানসভা নির্বাচনে বড় সংখ্যায় প্রার্থী দিতে চলেছে সেটা বলাই বাহুল্য। বিশেষ করে হুগলি উত্তর ২৪ পরাগনা, দক্ষিণ ২৪ পরগনা সমেত মুসলিম বহুল এলাকা গুলোতে বেশি করে আব্বাস সিদ্দিকী প্রার্থী দিতে চলেছে। আর আজ ভাঙড়ের সভা থেকে সেটাই স্পষ্ট করে দেন পীরজাদা। তিনি এও জানিয়ে দেন যে, ডিসেম্বর মাসে নতুন দল ঘোষণা করার পর জানুয়ারি মাসে লক্ষ লক্ষ মানুষ নিয়ে সমাবেশ করবেন।
এর সাথে সাথে তিনি তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে, তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভাঙড়, ক্যানিংয়ের সমস্ত আসন দখল করবে তাঁর দল। তিনি এও জানান যে, আসন্ন বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা জেলায় একটিও আসন পাবেনা তৃণমূল।