বাংলা হান্ট ডেস্ক :- ঘটনাটি শুনতে একদম হাস্যকর হলেও এটিই সত্যি। হল্যান্ড এর বাসিন্দা বছর ১৭ এর ইরিনা পেনড্রাইভ চিবোতে গিয়ে সামনের দুটি দাঁত ভেঙে বসলেন।
জানা গিয়েছে, অনেকদিন পর কাজের সূত্রে বাইরে গেছিলেন ইনার বাবা। তাই বাড়ি ফিরে তিনি মেয়েকে টেবিলে রাখা ক্যাডবেরি তুলে খেতে বলেন। ইরিনা অত্যধিক আনন্দের বশে বাবার সাথে কথা বলতে বলতে ওই টেবিলের এক পাশেই আবার রাখা একটি পেন ড্রাইভ মুখে তুলে দেন এক কামড়। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই রক্তারক্তি কান্ড বেঁধে যায়।
পরে চিকিৎসক এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।