বাংলাহান্ট ডেস্ক : হাতে আছে আর মাত্র কয়েক দিন। আর কিছুদিন পর শেষ হতে চলেছে ২০২৩-২৪ অর্থবর্ষ। তারপর নতুন অর্থবর্ষ শুরু হবে ১লা এপ্রিল থেকে। নতুন আর্থিকবর্ষ শুরু হওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে বেশ কিছু কাজ করার মেয়াদ। আয়কর সম্পর্কিত কার্যকলাপও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।
আয়কর বিভাগ জানাচ্ছে, ২০২০-২১আর্থিক বছরে যারা আইটি ফাইল করেননি, অথবা আইটি ফাইল করার সময় কোনও রকম ভুল করেছেন, তাদের ITR-U ফাইল করতে হবে। ফিনান্স অ্যাক্ট ২০২২ অনুসারে আয়কর বিভাগ করদাতাদের ITR-U ফর্মে আপডেট আয়কর রিটার্ন দাখিল করার সুবিধা প্রদান করে।
আরোও পড়ুন : ধামাকা অফার! স্বল্প সময়েই মিলবে মোটা টাকার ইন্টারেস্ট, SBI’তে এই FD করলেই মালামাল হবেন
ITR-U শুধুমাত্র সেই করদাতারাই দাখিল করতে পারবেন যারা এর আগে আইটি ফাইল করার সময় কোনও ভুল করেছিলেন অথবা ২০২০-২১আর্থিক বছরে আইটি ফাইল করেননি। কিন্তু আপনি যদি ২০২০-২১আর্থিক বছরে আইটি ফাইল করে থাকেন এবং কোনও ভুল না করেন তাহলে পূরণ করতে পারেন আপডেট করা আইটিআর।
তবে এর সাথে মনে রাখা দরকার মূল্যায়ন বছরের শেষে এবং ২৪ মাস পরেই দাখিল করা যেতে পারে আপডেট করা রিটার্ন। এই কারণে আগামী ৩১ শে মার্চ পর্যন্ত দাখিল করা যাবে ২০২১-২২ মূল্যায়ন বছরের (FY 2020-21) আপডেট করা আয়কর রিটার্ন।আপডেট করা ITR ফাইল করতে আপনাকে আয়কর পোর্টালে (incometax.gov.in) ফর্ম ITR-U দাখিল করতে হবে।