দূর হল চিন্তা! ৬৫ লক্ষ পেনশনভোগীর জন্য বড় খবর! পুজোর আবহেই নয়া উদ্যোগ

বাংলা হান্ট ডেস্কঃ এদেশে এমন বহু মানুষ আছেন যারা পেনশনের ওপর ভীষণভাবে নির্ভরশীল। চাকরি থেকে অবসর নেওয়ার পর অনেকে সংসার এই পেনশনের (Pension) টাকায় চলে। কবে সেই টাকা আসবে এই অপেক্ষায় দিন কাটান বহু প্রবীণ নাগরিক। এবার পেনশনভোগীদের জন্যই বড় খবর। প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগীদের জন্য বড় উদ্যোগ নেওয়া হয়েছে।

  • পেনশনভোগীদের চিন্তার দিন শেষ (Pension)!

পেনশনের টাকা সময়মতো না আসার অভিযোগ আজকের নয়। অনেকসময়ই পেনশনের টাকা দেরি করে আসার অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে, অর্থমন্ত্রকের (Finance Department) ব্যয় বিভাগের সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিস তথা সিপিও-র চোখেও এই বিষয়টি পড়েছে। বারবার রিপোর্টে একথা উঠে এসেছে বলে খবর। এমতাবস্থায় এবার বড় সিদ্ধান্ত নেওয়া হল।

অনেকসময় অভিযোগ উঠেছে, পেনশনের টাকা পেতে পেতে অনেকের পরের মাস হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই সেই কারণে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। এবার জানা যাচ্ছে, দেরি করে পেনশনের টাকা পাওয়ার এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে অর্থমন্ত্রক। তাই এবার থেকে মাসের শেষেই পেনশনের টাকা পেয়ে যাবেন পেনশনভোগীরা (Pensioners)।

আরও পড়ুনঃ অক্টোবরে ছুটিই ছুটি! ১৭ দিন বন্ধ থাকবে অফিস কাছারি! কোন কোন দিন খোলা আগেভাগেই জানুন

রিপোর্ট বলছে, কেন্দ্রীয় পেনশন প্রকরণ কেন্দ্র, সিপিপিসির দ্বারা মাস শেষ হওয়ার আগেই এবার পেনশনের টাকা এসে যাবে। জানা যাচ্ছে, সিপিপিসির মাধ্যমে মাসের শেষ দিনের মধ্যে ডিজিটাল মাধ্যমে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। ই-পিপিও সাইট অনুসারে, এবার থেকে মাসের শেষ দিনেই পেনশনভোগীদের অ্যাকাউন্টে পেনশনের (Pension) টাকা ঢুকে যাবে।

Pension

এই বিষয়ে অর্থমন্ত্রকের তরফ থেকে জানা যাচ্ছে, বহু ক্ষেত্রে পারিবারিক এবং মাসিক পেনশন পেতে সমস্যা হচ্ছে। দেরি করে টাকা আসায় সমস্যায় পড়ছেন বহু প্রবীণ নাগরিক। কারণ চাকরি থেকে অবসর নেওয়ার পর এই পেনশন (Pension) তাঁদের অনেকের আয়ের মুখ্য উৎস। এই সমস্যার সমাধান করতে উদ্যোগী অর্থমন্ত্রক। তাই এবার থেকে পেনশনভোগীরা যাতে মাসের শেষ দিনের মধ্যে মাসিক এবং পারিবারিক পেনশনের টাকা পেয়ে যান এই বিষয়ে বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর