এক ধাক্কায় দ্বিগুন বাড়ল ভাতা, DA বৃদ্ধির মাঝেই সরকারি কর্মীদের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে রাজ্য। আর লোকসভা ভোটে দুর্দান্ত ফলাফলের পর থেকে আরও ধামাকা দিয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি কর্মীদের (Government) জন্য খুলেছে উপহারের ঝুলি। মে নয়, এপ্রিল থেকেই রাজ্য সরকারি কর্মীদের (West Bengal Government Employees) ৪% বর্ধিত হারে ডিএ (Dearness Allowance)। গত মঙ্গলবার, এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারের অর্থ দফতর।

এর আগে ঘোষণা করা হয় সরকারি কর্মী, পেনশনভোগী এবং শিক্ষক-শিক্ষিকা সকলেই ১ মে থেকে বর্ধিত হারে অর্থাৎ ১৪% হারে মহার্ঘ ভাতা পাবেন। তবে পরে সেই সিদ্ধান্ত বদল করে জানানো হয় মে মাসের পরিবর্তে এপ্রিল থেকেই সেই বর্ধিত হারে DA প্রদান করা হবে। গত বৃহস্পতিতে নতুন করে একটি ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

   

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের অ্যাঙ্গলে ইন্ডিয়ান স্কুল প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের মহার্ঘ ভাতা এক ধাক্কায় ১০ শতাংশ হারে বৃদ্ধি করা হচ্ছে। আর এসবের মাঝে চলতি সপ্তাহেই আরও এক বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।

কলকাতা ও রাজ্য পুলিশে কর্মরত হোমগার্ডদের অবসরকালীন ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য (Retirement Allowance of Home Guards)। নবান্নের তরফে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এ বার থেকে ৫ লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা (Pension) পাবেন হোমগার্ডরা। উল্লেখ্য, এত দিন এই ভাতার পরিমাণ ছিল ৩ লক্ষ টাকা। এবার এক ধাক্কায় ২ লক্ষ টাকা বাড়ানো হল।

govt employees

আরও পড়ুন: আজ থেকে বদলে যাবে আবহাওয়া! দক্ষিণবঙ্গের ৯ জেলায় হবে ঝড়-বৃষ্টি: ওয়েদার আপডেট

ইতিমধ্যেই এই বিষয়ে অর্থাৎ হোমগার্ডদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত লিখিত ভাবে কলকাতা পুলিশের কমিশনার ও রাজ্য পুলিশের ডিজিকে জানিয়ে দেওয়া হয়েছে। সরকারি কর্মীদের এক মাসের অতিরিক্ত ভাতার ঘোষণা, আর তারপরই রাজ্যের এই সিদ্ধান্তে খুশি সকলে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর