বড় খবরঃ দ্বিগুন হতে চলেছে পেনশনের টাকা

বাংলাহান্ট ডেস্কঃ বেশ কিছুদিন ধরেই পেনশনের ন্যূনতম পরিমাণ বাড়ানোর দাবি করা হচ্ছিল।কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের পক্ষ থেকে আলাদা আলাদা করে সর্বনিম্ন পেনশন ২,০০০ টাকার দাবি তুলেছিল কিন্তু শ্রমিক সংগঠনের পকেট থেকে ৩,০০০ টাকা করার প্রস্তাব দিয়েছিল ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে শ্রমমন্ত্রককে পেনশনের টাকা বাড়ানোর ক্ষেত্রে আলাদা করে করে প্রস্তাব দেওয়া হয়েছিল। ৷ জানা যাচ্ছে আজ অর্থাৎ ৫ মার্চ মাসিক পেনশনের ন্যূনতম পরিমাণ ১,০০০ টাকা থেকে ২,০০০ টাকা করার সিদ্ধান্ত নিতে পারে ইপিএফও ৷

যদিও পাশাপাশি রয়েছে খারাপ খবর।আবার কমতে চলেছে EPF বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদ। এই ক্ষেত্রে এতদিন সুদের হার (EPF Interest rate) ছিল ৮.৬৫ শতাংশ। এবার তার থেকে ০.১৫ শতাংশ সুদ কমাল শ্রমমন্ত্রক। চলতি অর্থবর্ষ থেকে সুদের হার কমিয়ে ৮.৫০ শতাংশ করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার।

beggar money f

তিনি জানিয়েছেন “কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড (CBT) কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে (EPF) সুদের হার হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে”, বলেন শ্রমমন্ত্রী। কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড হ’ল কর্মচারীদের ভবিষ্যৎ নিধি সংস্থার (EPFO) শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমানোর সম্ভাবনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।

কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও সংক্ষেপে সংক্ষিপ্ত), কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড, কর্মীদের প্রভিডেন্ট ফান্ডকে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড এবং বিবিধ বিধান আইন, ১৯৫২ দ্বারা গঠিত একটি বিধিবদ্ধ সংস্থাকে সহায়তা করার দায়িত্বপ্রাপ্ত একটি সংস্থা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন ভারত সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের।

 


সম্পর্কিত খবর